নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকেঃ পিতার অন্ত্যেষ্টিক্রিয়ায়

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৯



আমার পিতাকে শোয়ানো হচ্ছে কবরে
আমি তাকিয়ে আছি অপলক
দাঁড়িয়ে স্থাণু, কিংকর্তব্যবিমূঢ়
পরিস্থিতিটা গোলমেলে
কি করবো বুঝে উঠতে পারছি না
হ্যা, আমি জানি, আমি দাঁড়িয়ে আছি
অথচ তবু মনে হচ্ছে, আমি নেই
পৃথক হয়ে গেছি এ সবের থেকে
সত্যি, সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী উপলব্ধি
ইতিপূর্বে কখনও হয়নি
হতে পারে ঘুমঘোরে উদ্ভট স্বপ্ন দেখছি
ঘুম ভাঙলেই বেমালুম ভুলে যাবো।

মনে পড়ছে, পিতার হাত ধ’রে হাঁটতাম এ পথে
চুল কাটতে নিয়ে যেতেন সেলুনে
কখনও স্কুলে, হাট বাজারে
কিন্তু কেন জানি না, এ মুহূর্তে সব কেমন
অলৌকিক লাগছে, যেন কখনও ঘটেইনি
সত্যি, পরিস্থিতিটা বড্ড গোলমেলে
দাঁড়িয়েও আছি স্থাণু, কিংকর্তব্যবিমূঢ়
সাদা কাফনে মোরা পিতার শবদেহ
শোয়ানো হচ্ছে কবরে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

মোস্তফা সোহেল বলেছেন: এই দৃশ্য দেখা অনেক কষ্টের।যে দেখেছে সেই উপলবদ্ধি করতে পারবে।
সুন্দর কবিতা।+++

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। শুভকামনা।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: মাত্র তিন বছর আগেই নিজের বাবাকে, এভাবেই নিজ হাতে দাফন করে এসেছি। তা পা দুটো ধরে কবরে শোয়ানোর সময়েও বার বারই মনে হয়েছে বাবা হয়তো এক্ষুনি কথা বলে উঠবেন, আমাকে বকা দিয়ে বলবেন "পা দুটো ধরে নামাতেও শিখস নাই। হারে বাড়িয়া বুঝবি বুঝবি"। এখন বাবা নেই তবুও তার অনুপস্থিতি এখনো বোঝার চেষ্টা করছি। নিজেও বাবা হয়েছি, আমার সন্তান এখনো শিশু বাচ্চা তবুও তার কাজকর্ম দেখে মাঝে মাঝে মন থেকেই বলে উঠি "হারে বাড়িয়া বুঝবি বুঝবি"।

সব বাবারাই যেন ওপারে অনেক অনেক ভালো থাকেন। লিখার জন্য ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪০

অর্ক বলেছেন: চমৎকার মন্তব্য!

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাবা হারানো খুব কষ্টের।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

অর্ক বলেছেন: হারানো কষ্টের। পিতা তো পিতাই। ধন্যবাদ প্রিয় কবি।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৫

আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.