নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এখানে ঈশ্বর নেই

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮



এখানে ঈশ্বর নেই। আদ্যন্ত ঈশ্বরহীন পৃথিবীর এ অন্ধ খঞ্জ গলি। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল দাঁড়িয়ে। রোয়াওঠা গুটিকয় দুঃস্থ কুকুর ইতিউতি। গৃহহীন লাল পোকাগুলো যথারীতি সাজাচ্ছে মিথ্যে রূপকথা। হৃষ্টপুষ্ট শাদা ঘোড়ার টমটমে চড়ে নববধূ বেশে এসেছিলো বাবার দেশ ছেড়ে। ফেরা হয়ে ওঠেনি আর। সুখসায়রে ভেসে কখন ফুরালো হাসি আর গানের বেলা!

গহীণ অরণ্যে পথ হারিয়ে বেমক্কা অতিকায় ভাল্লুকের মুখে পড়েছিলেন মহাশয়! উহু, সাহস হারায়নি এতোটুকু। উল্টো সম্মুখ সমরে আস্ত ভাল্লুকটাকেই পরাস্ত করেছিলো খালি হাতে। যুদ্ধে নিজের একটি হাতও খুইয়েছিলো বীর যোদ্ধা। ওই যে দৃশ্যমান হাতহীন ক্ষীণ একরত্তি শরীর।

কুচকুচে কালো বিশালকার হাতিকে নিছক কুকুর ছানার মতো পোষ মানিয়েছিলো আরেকজন। (সম্ভবত এখানকার সবচে’ খর্বকায় লোকটি।) আঙুলি হেলনেই ধেইধেই নাচতো হাতি। চুপ বললেই চুপ। শশশশ্!

এখানে মৃদু আলো। পাশের ল্যাম্পপোস্ট থেকে আসছে। পলেস্তারা খসা এই থুকথুকে দেয়াল সাক্ষী, মানুষের পৃথিবীর কতো না মিথ্যে রূপকথার! বাস্তবতা হলো, এর রেখা ধরে হেটে গেলে সোজা পৌছে যাবে নরকে। যেমন গিয়েছিলো তাদের পূর্বপুরুষেরা।

এখানে ঈশ্বর নেই, পৃথিবীর এ অন্ধ খঞ্জ গলিতে। ছিলো না কোনওকালে। শুধুই পলেস্তারা খসা জর্জর মলিন দেয়াল দাঁড়িয়ে, মৌন সাক্ষী, ঈশ্বরহীন পৃথিবীর মানুষের নরক যাত্রার।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রশ্ন - এটা কি ভাষান্তর? (এই প্রশ্ন করার কারণ হলো ভাষান্তর করলে এমন ভাবে ভাব প্রকাশ হয়।)
প্রশ্ন দুই - সবকটি কি পড়তে দেবেন?

প্রশ্ন তিন - মতামত কি গ্রহণযোগ্য?

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

অর্ক বলেছেন: ভাষান্তর! শতভাগ মৌলিক লেখা।

চর্চা করতে করতে এখন মানের ব্যাপারে আমি খুব সংবেদনশীল। অবশ্যই উপযুক্ত সময়ে সব প্রকাশ করবো।

মতামত তো চমৎকার বিষয়। ভাষা নম্র এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে যে কোনও সমালোচনা সাদরে গ্রহণ করি আমি। করে আসছি। এখানেই বেশ কবার লেখায় বলেছিও, ভালো লেখার জন্য আরও চর্চা দরকার। যা এখনও মনে করি আমি।

অনেক ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব লেখা এভাবে প্রকাশ করা হিতকর নয়।

এখন মতামত দিচ্ছি, এই লেখা পূর্ণাঙ্গ করতে হলে আপনাকে শব্দের সাথে খেলতে হবে। এমন ভাবপ্রকাশ অত্যন্ত যন্ত্রণাদয়ক। বিস্তর বিষয় নিয়ে ভাবতে হয়।
আপনার জন্য শুভকামনা।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৫০

অর্ক বলেছেন: পড়বেন না ব্যস।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৪১

অর্ক বলেছেন: এখানে মৃদু আলো। পাশের ল্যাম্পপোস্ট থেকে আসছে। পলেস্তারা খসা এ বেরঙ থুকথুকে দেয়াল সাক্ষী, মানুষের পৃথিবীর কতো না মিথ্যে রূপকথার! বাস্তবতা হলো, এর রেখা ধরে হেটে গেলে সোজা পৌঁছে যাবে নরকে। যেমন গিয়েছিল তাদের পূর্বপুরুষেরা।

এখানে ঈশ্বর নেই, পৃথিবীর এ অন্ধ খঞ্জ গলিতে। ছিলো না কোনওকালে। শুধুই পলেস্তারা খসা জর্জর মলিন দেয়াল দাঁড়িয়ে, নীরব সাক্ষী, ঈশ্বরহীন পৃথিবীর, অগণ্য মানুষের নরক যাত্রার।

(বাকি অংশ। কেমন করে এরকম লেখা পড়তে আমন্ত্রণ জানাই আপনাকে! এর থেকেও ভয়ঙ্কর লেখা আছে। হা হা হা।)

৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষ পোষ মানানোর ফর্মুলা কি,

২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৩

অর্ক বলেছেন: কেনো বিরক্ত করেন!

৪| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্য করে মারাত্মক ভুল করেছি।

দয়া করে ক্ষমা করে আমার মন্তব্যগুলো মুছে দিলে কৃতজ্ঞ হব।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:২১

অর্ক বলেছেন: লেখায় আপনি যে মত দিয়েছেন, তার আসলে কোনও উপায় নেই আমার জন্য। আমার নিজস্ব একটা চিন্তার জগৎ আছে। এ নিজস্বতারও একটা ধারাবাহিকতা আছে। এটা পরিবর্তন হবার নয়। হতে পারে ভণ্ডামি, আত্ম প্রবঞ্চনা।

“এমন ভাবপ্রকাশ অত্যন্ত যন্ত্রণাদয়ক।” আপনার মন্তব্যের এ অংশ পড়ে এর থেকে ভালো কিছু পেলাম না আপনাকে বলার যে, আগামীতে আমার লেখা না পড়াই ঠিক হবে। এতে আপনাকে কণামাত্র অসম্মান বা আমার আত্ম অহমিকা নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা থাকলো।

৫| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:১৯

সোবুজ বলেছেন: ঈশ্বর না থাকলে,ভগবান আছে তা না হলে আল্লাহ,বিশ্বাসীদের জন্য কোন একজনকে অহশ্যই থাকতে হবে।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩২

অর্ক বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

৬| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৪২

গরল বলেছেন: ভাষাটা হয়ত অনেক কষ্টে বুঝতে পেরেছি তবে মর্মার্থ উদ্ধার করতে ব্যার্থ হয়েছি।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৪

অর্ক বলেছেন: পড়েছেন। মন্তব্যে জানিয়েছেন। এতেই খুশি। শুভকামনা থাকলো।

৭| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৫০

হাসান মাহবুব বলেছেন: সামুর স্বর্ণসময়ে এমন লেখা দেখা যেত। এখনকার অবস্থা কী আর বলবো। যাই হোক, লেখা দিবেন। পড়বো।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:১৩

অর্ক বলেছেন: অবশ্যই। অনেক প্রেরণা পেলাম। ধন্যবাদ।

৮| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১:৪১

অপু তানভীর বলেছেন: আপনার লেখা পড়ে অনেক টা সময় কেবল চিন্তা করলাম । ভাব বোঝার চেষ্টা । এই মনে হল যে একটা জিনিস আবার মনে হচ্ছে অন্য কিছু হয়তো বুঝিয়েছেন । যে লেখা পাঠককে এমন চিন্তার জগতে ফেলে দেয় সে লেখা পড়তে মন্দ লাগে না । যদিও আমি শতভাগ এখনও নিশ্চিত না যে পুরোটুকু পুরোপুরি ভাবে বুঝতে পেরেছি !

আরও পড়তে আগ্রহী ১

২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অর্ক বলেছেন: প্রচুর ধন্যবাদ ভ্রাতা। অবশ্যই লিখবো। শুভকামনা সবসময়।

৯| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৩

সাসুম বলেছেন: ভয়াবহ সুন্দর লিখা।


হাসান মাহবুব বলেছেন: সামুর স্বর্ণসময়ে এমন লেখা দেখা যেত। এখনকার অবস্থা কী আর বলবো। যাই হোক, লেখা দিবেন। পড়বো।


আবারো বলছি- বর্তমান সামুর হাজার হাজার আবর্জনা থেকে আপনার এই ক লাইন অনেক বেশি দামী।

আরো লিখুন, পড়তে আগ্রহী ( ৩ )

২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.