নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সড়কের শেষ প্রান্তে তোমার বাড়ি, তারপর বিস্কুটের ফ্যাক্টরি

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৯



অনেকদিন পর আবার সে গল্প বলবো কাওকে। লাল ইটের ছোট্ট ঘরখানা। গোমড়ামুখো বুড়োটা কেমন শুঁড় নাচাতো গানের তালে। গান গাইতো ষোড়শী এক রাজকন্যা। চাঁদের বন্ধু। কচু পাতার নক্সাকাটা জামা পরতো। আমার ছিলো ভীষণ পুরনো মাউথ অর্গান। পৈত্রিক সূত্রে পাওয়া। খুব সম্ভবত পিতারও। (বলেনি যদিও।) কিন্তু ওটা সুরে বাজতো না। কেউই পারিনি। কেবল চ্যাচ্যা শব্দ! হয়তো ত্রুটি রয়ে গিয়েছিলো অভ্যন্তরে। পৃথিবীতে অদ্ভুত এক দেয়াল ঘড়ি ছিলো। বাদামি রঙের। মাছিরা বসে থাকতো সময় নির্দেশক সংখ্যা হয়ে। টিকটিকির লেজ কাটা। বিকেলের রোদ পড়ে এলে শরীফ ছাতা হাতে ঘরে ফিরতেন গৃহকর্তা। ছিলো চিরাচরিত রাজনীতির ডামাডোল। লাল ফিল্টার চা দ্বন্দ্ব সংঘাত কালো টাকার দৌরাত্ম। জিঘাংসক ষোলো ঘুটির খেল রাক্ষুসে মাছেদের। সাথে অনিবার্য, রক্ত মৃত্যু কান্না। মার্কা কী: ধানের শীষ। মার্কা কী: নৌকা। রক্ত মাখা ভ্যানগাড়ি। অজ্ঞাতনামা লাশ যুবকের। ঝিক ঝিক মালুম হ্যায়। খেলার মাঠ বড়সড়। কী সুন্দর গোলপোস্ট দু'দিকে। ফুটবল খেলার গোলপোস্টের উচ্চতা কতো? কুইজের উত্তর ছিলো না জানা। ইশ হাতছাড়া হ’লো ট্রফিটা। আজ এটুকুই। বাকিটা আরেকদিন বলবো।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৬:১৭

গরল বলেছেন: আদ্যপান্তো সবই তো বলে দিলেন, বলার মত আর কিছু বাকি আছে কি?

২৭ শে মার্চ, ২০২২ সকাল ৭:৫৯

অর্ক বলেছেন: দারুণ বলেছেন। এভাবে এর থেকে বেশি কিছু আর হয়তো কোনওদিন বলা হবে না। কিন্তু জীবন ফুরিয়ে যাবে।

যাই হোক অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা। শুভকামনা থাকলো।

২| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:১০

অর্ক বলেছেন: ধন্য। ধন্যবাদ।

৩| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৩

অধীতি বলেছেন: কি একটা চক্কর দিলেন, সব বেড়িয়ে এলো।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৩

অর্ক বলেছেন: চক্কর ফক্কর দিয়েই দিলাম। পাতাও খুলে পড়লো।

৪| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার কাছে স্মৃতি রোমন্থন মনে হচ্ছে।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৭

অর্ক বলেছেন: আপনি ঠিক ধরেছেন। স্মৃতি রোমন্থনই তো। নৌকা ধানের শীষের স্মৃতি। আমাদের অবশ্য লাঙল শক্তিশালী ছিলো। এখন নৌকার জয়জয়কার। স্মৃতিহীন হবার আগে লিখে যাই মনের আনন্দে।


ধন্যবাদ ভাই। শুভেচ্ছা থাকলো।


৫| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: ছোট ছোট বাক্যে একটা প্রজন্মের শৈশব উঠে আসলো। সুন্দর।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। বিরাট প্রেরণা পেলাম। আমাকে আরও গভীরভাবে ভাবতে হবে। শুভকামনা সবসময়।

৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: বাকিটুকুর অপেক্ষায় রইলাম ।

২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৯

অর্ক বলেছেন: অপেক্ষা.. আমারও। ধন্যবাদ। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.