নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: মানুষের পৃথিবীতে রূপকথা নেই

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯


(ছবি- ইন্টারনেট)

ঘরময় সাদা আলো। শূন্য বাথানের দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। নিচের সড়কে যান্ত্রিক রিক্সার শোশো অনবরত। অকস্মাৎ ছোটো এক আর্ত পাখির কথা মনে পড়ে। শানানো ছুরিকার মতো চিকচিক জ্বলে সজল চোখ। কখনও যার অপেক্ষা ছিলো সে চোখে মুহূর্তকাল তাকিয়ে থাকার। মনে পড়ে বৌদ্ধ মন্দির ও তৎসংলগ্ন নৈশ চা’র দোকান। বিশালবপু বিক্রেতা। গাঢ় লিকার চা। রাত্রি বারোটার সড়ক। তুমিই ছিলে সে রাতগুলোতে পাশে। দুজনেই সন্নিপাতগ্রস্থ ছিলাম।

এই মানুষের পৃথিবীতে রূপকথা নেই, হে আপেল বালিকা। ছিলোও না কোনওকালে। সব মিথ্যে। নিছক অলীক কল্পনা বোকা মানুষদের। সে ভ্রাম্যমাণ নৈশ চা’র দোকান আজ আর বসে না কোনও রাতে। মন্দিরের আকাশছোয়া নিরেট মিনার নিয়ন আলোয় খ্যাকখ্যাক ক’রে হাসে। হেসেই চলে হাসিরোগগ্রস্থ বদ্ধ পাগলের মতো। হয়তো কোনওদিনই দেখা হবে না সে বিশালবপু চা বিক্রেতার সঙ্গে, রাত্রি বারোটার সড়কে আরও যতোবার দাঁড়াবো।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৩

গরল বলেছেন: আপনার পোষ্টের ছবিগুলোই বেশি আকর্ষণীয়, চমৎকার একটা ছবি দিয়েছেন।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩৪

অর্ক বলেছেন: এখন কি বলবো! ছবি তো আর আমার না। নেট সংগ্রহ। ফটোগ্রাফি সাইটে (যেমন ফ্লিকার, ৫০০ পিক্স) কোটি কোটি ছবি পাবেন। হাই রেজুলেশন।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮

অর্ক বলেছেন: দয়া করে এরকম পরিস্থিতিতে আগামীতে কখনও আমার লেখায় মন্তব্যের কষ্ট করবেন না। ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৪১

গরল বলেছেন: দুখিত, আমি ভেবেছিলাম আপনার তোলা ছবি।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫৩

অর্ক বলেছেন: সমস্যা নেই। লেখাটাই গুরুত্বপূর্ণ। ছবির পোস্টে ছবি ছবি করবেন কোনও সমস্যা নেই। এখানে লেখাটাই চর্চাকেন্দ্র থাক। এখানে এরকম লেখা আপনি পোস্ট করলে, সেখানে মন্তব্য করলেও লেখা নিয়েই করতাম।
ধন্যবাদ। আমি আসলে লেখা নিয়েই থাকতে চাই। লেখাটাই এখানে গুরুত্বপূর্ণ, আসল।

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো। মুগ্ধ-পাঠ । ভ্রাম্যমাণ চা ওয়ালার লাইনটুকু পড়ে এই ছবিটা এই পোস্টের মন্তব্যে পোস্ট করার ইচ্ছা জাগলো।


ছবি গুগল থেকে ।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪২

অর্ক বলেছেন: ওকে গোফরান ভাই, আবার ফিরিয়ে আনলাম আপনার মন্তব্যটা।

যেমন তখন বলেছি, এখনও বলবো, ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগেনি, আপনার এ ছবি এখানে এভাবে পোস্ট করা।

ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:০২

অর্ক বলেছেন: মোহাম্মদ গোফরান

দুঃখিত ভাই, আপনার মন্তব্যটি মুছে দিলাম। দয়া করে আমার লেখায় ভবিষ্যতে মন্তব্যে এভাবে বড়ো ছবি পোস্ট করবেন না। মন্তব্য করেন। শালীন আলোচনা সমালোচনা করেন, সমস্যা নেই। আশা করবো, এরপর আমার পছন্দ অপছন্দ মাথায় রেখে মন্তব্য করবেন। অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকলো।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দুঃখিত। আপনার পোস্টে বড় ছবি পোস্ট করা যায়না এটা জানা ছিলোনা।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:২৯

অর্ক বলেছেন: আমি আপনি আমরা আলাদা মানুষ। নানান বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকা অত্যন্ত স্বাভাবিক। আপনার সেই ছবিটা হঠাৎ দেখে খুব খারাপ টেস্টের মনে হলো। ওপার বাংলার মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীর জনসংযোগের সময় কোথাও কোনও ভ্রাম্যমাণ চা দোকানে শখ করে তাঁর নিজের চা বানানোর ছবি। মনে হলো যেনো ব্যাঙ্গ করে তাচ্ছিল্যের সাথে পোস্ট করলেন। আমার বোঝার ভুলও হতে পারে।

এছাড়াও ইন জেনারেল লেখায় এরকম ছবি পোস্ট পছন্দ নয়। কেমন দায়সারা, নেহাত ঠেকায় পড়ে করা মন্তব্য মনে হয়। সিরিয়াস পাঠক মনে হয় না। আপনার প্রতি আমার পূর্ণ সম্মান আছে। অন্য ভাবে নেবেন না দয়া করে। আমি মানুষটি এরকমই।

ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা থাকলো।

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনে হচ্ছে স্মৃতি রোমন্থন।

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৯

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। লেখাটা নিজেই এখন স্মৃতি। ক'বছর আগে এখানেই লিখেছিলাম। বিষয় তো আরও পুরনো স্মৃতি।

ভালো থাকবেন। শুভকামনা থাকলো।

৭| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: স্মৃতি কথার মত মনে হলো। ধন্যবাদ

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৭

অর্ক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.