নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মানুষ খুজে ফিরছি

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৫৯



মানুষ খুজে ফিরছি এ শহরে
নেই
চারিদিকে বাহারি মুখোশ পরা দুপেয়ে একদল প্রাণী
নিজেদের মানুষ দাবী করছে
কিন্তু আমি জানি, আলবৎ মিথ্যে বলছে
ওরা কিছুতেই মানুষ হতে পারে না, উহু
কারণ ওদের সমস্ত মুখ ঢাকা বিচিত্র সব মুখোশে
ওদের পকেটেও রঙবেরঙের অনেকগুলো মুখোশ
মুখোশের শেষ নেই, একটা খসে গেলে পলক ঝাপটে আরেকটা
সেটাও খসে গেলে একইভাবে আরেকটা
এভাবে একটার পর একটা অনবরত বদলে চলেছে মাইম শিল্পীর মতো
কিন্তু একটি শহরে তো আর এতো মাইম শিল্পীর বাস হতে পারে না
তাই সহজেই নিশ্চিত হতে পারি যে, ওরা মাইম শিল্পী নয়
তাহলে?
আমি জানি না, বাহারি মুখোশ পরা দুপেয়ে প্রাণীগুলো কে বা কারা
হয়তো ওদের মাঝে কেউ বানর কেউ গরিলা ওরাংওটাং শিম্পাঞ্জি
কিন্তু মানুষ নয় কিছুতেই
কোনও উপলক্ষ্য ছাড়া মানুষ টানা মুখোশ পরে থাকতে পারে না।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:০১

অর্ক বলেছেন: [ছবি: ইন্টারনেট]
অন্য সাইটে পূর্বে প্রকাশ হয়েছিলো।

২| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: মুখোশের অন্তরালে মানুষগুলো আসলে মানুষ নেই। দু'পেয়ে....... ঠিক, জন্তু!!

এখানে সবাই মিথ্যে বলে, ভান করে, অভিনয় করে।
কিভাবে প্রতারক হবে সেই চর্চা করে।

কিন্ত প্রতারক মানে যে লজ্জ্বাকর কোন ব্যাপার সেই বোধ এদের লোপ পেয়েছে।

ভাল লেগেছে কবিতা।

১২ ই মে, ২০২২ সকাল ১০:৪০

অর্ক বলেছেন: মানুষ আসলে রাক্ষস। হা হা হা। অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন।

৩| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: মন্তব্য করে ছবির কথা বলার দরকার ছিল কি শুনি!

১২ ই মে, ২০২২ সকাল ১০:৪২

অর্ক বলেছেন: ছিলো না হয়তো! আমার না নিশ্চিত করা।

৪| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মুখোশে পরিহিত কেউ কখনো মানুষ হতে পারেনা। সুন্দর বলেছেন। ভালো পোস্ট।

১২ ই মে, ২০২২ সকাল ১০:৪৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো।

৫| ১১ ই মে, ২০২২ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: মানুষ মাত্রই মুখোশ পরা।

মুখোশ ছাড়া মানুষ হলে বেঁচে থাকা কঠিন হত।

১২ ই মে, ২০২২ সকাল ১০:৪৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনেক অনেক শুভেচ্ছা থাকলো।

৬| ১১ ই মে, ২০২২ রাত ১০:২৫

রেজাউল৯৬ বলেছেন: খুব সুন্দর হয়েছে।অনেক ভাললাগা।

১২ ই মে, ২০২২ সকাল ১০:৪৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো।

৭| ১১ ই মে, ২০২২ রাত ১১:২৪

গরল বলেছেন: অনেক সময় মুখোশ পরাটাও ভদ্রতা ও সভ্যতা। যেমন ধরুন কোন মুরুব্বি, প্রতিবেশি বা কোন সম্মানিত ব্যাক্তির উপর প্রচন্ড রাগ হলেও বুঝতে না দিয়ে হাসি মুখে সৌজন্য বজায় রাখাটা জরুরী।

১২ ই মে, ২০২২ সকাল ১০:৫৬

অর্ক বলেছেন: নিঃসন্দেহে। ঠিক বলেছেন।

বহু আগে শোনা অনুপ ঘোষালের গান মনে পড়লো, “কতো দুঃখ আছে তবু চলতে হবে/ কেউ শুধায় যদি তুমি কেমন আছো/ তারে ভালো আছি ভালো আছি বলতে হবে...

সাধারণত যা বোঝেন, আমিও তা বুঝি। মাঝেমাঝে কোনওকিছু প্রয়োজনের থেকেও সামান্য বেশি বুঝে থাকেন, তখন সমস্যা হয়।

অনেক ধন্যবাদ। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.