নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন পর ছবি ব্লগ

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫


ছবিটি হয়তো সঠিক মুহূর্ত ধরেছে। অনেকদিন আগে একজন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার বলেছিলো, ছবি ভালো হলে নিজেই নিজের গল্প বলবে।


লোকাল বাস। এক গনগনে হলুদ বিকেলবেলা। তীব্র গরমে অতিষ্ঠ জীবন।


এটা আগে পোস্ট হয়েছিলো। আরেকটু এডিট করেছি। হাইলাইট কমিয়েছি। ফ্লিকারে ১৫০০+ ভিউ, ৯০+ লাইক। যা আমার লেভেলে অত্যন্ত প্রেরণাদায়ক। রাত আটটা সারে আটটা হবে।


মানুষ হয়তো তার গন্তব্যের দিকেই যায় সবসময়! হয়তো যেতেই হয় তাকে!


এখানে শুধু এটা আমার নয়। ফটোগ্রাফার মারিয়া স্মিথ (Maria Smith)। ব্রিটিশ। ফ্লিকারে কথা হয় ছবিতে। উভয়ই স্ট্রিট ফটোগ্রাফির ফ্যান। বন্ধু।


স্কুল ছুটির পর ঘরে ফেরা। কেমন অদ্ভুত মুহূর্ত। কেমন যেন এক আচ্ছন্নতা ঘিরে থাকে। এ সুযোগ জীবনে আর হবে না!


রিক্সাওয়ালা। ঢাকার কোথাও। বেশ আগে তোলা।


বাস স্টপেজের পাশে দাড়িয়ে অপেক্ষা করছিলো কারও। দুর্লভ সাদা চোখের অধিকারিণী। সাদাকালোয় হয়তো বোঝা যাচ্ছে না ভালো!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৯

লেখার খাতা বলেছেন: নজরকাড়া ছবি ব্লগ ।

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ লেখার খাতা। আহা খাতা!

২| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
সুন্দর সব ছবি।

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৪১

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: অসাধারণ সুন্দর সব ছবি।

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

দৌড়ে সারা বাংলাদেশ ভ্রমণ করতে চাই। কিন্তু সমস্যা হলো ট্র্যাক নেই, সুবিধা নেই।

৪| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:১১

মিরোরডডল বলেছেন:




কি ভীষণ সুন্দর ছবিগুলো !
প্রথম ছবিটা অনেক ভালো লাগলো ।
গন্তব্যটাও সেরকম ।

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

অর্ক বলেছেন: প্রেরণা পেলাম। অনেক ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: অর্ক আপনার ছবি মানেই দারুন কিছু । প্রতিটা ছবিই যেন একেবারে পার্ফেক্ট সময়ে তোলা হয়েছে !

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:০২

অর্ক বলেছেন: দারুণ প্রেরিত করলেন। অনেক অনেক ধন্যবাদ। স্ট্রিট ফটোগ্রাফি এখানে খুবই কঠিন। সহজভাবে নেয় না মানুষ। বেশ কবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।

৬| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:২৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: স্কুল ছুটির পর ঘরে ফেরা, ব্যাপারটা আসলেই খুব কষ্ট দেয়। আচ্ছা, ছবি গুলো সব সাদা -কালো কেন হয়? ফটোগ্রাফিতে কি এটা আলাদা কিছু?

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:২০

অর্ক বলেছেন: আমাকেও কষ্ট দেয়।

রঙিন সাদাকালো দুটোই হয়। রঙিনের জন্য সমস্যা হলো খুব ভালো ক্যামেরা প্রয়োজন। সঠিকভাবে ভারসাম্যপূর্ণভাবে রঙগুলো থাকতে হবে। যা অত্যন্ত জটিল। সাদাকালোর ক্ষেত্রে ব্যাপারটা তুলনামূলক সহজ। সাধারণ ক্যামেরাতেও শ্রেষ্ঠ মান পাওয়া যেতে পারে। আমার পয়েন্ট এন্ড শুট ক্যামেরা দিয়ে রঙিনে যাওয়া যাবেই না! এছাড়াও ফটোগ্রাফিতে সাদাকালোর আজও আলাদা একটি মাহাত্ম্য আছে।
রঙের দুনিয়া বড়ো কঠিন। হে হে হে।

ধন্যবাদ।

৭| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:২০

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অসাধারণ সবগুলোই, শুভকামনা

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:১৪

অর্ক বলেছেন: প্রেরণা পেলাম। অনেক ধন্যবাদ।

৮| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো সত্যিই দারুণ।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:১১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৯| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:১৩

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.