নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ওপর মিয়ানমারের কাপুরুষোচিত হামলা, চাই দৃঢ় পদক্ষেপ।

৩১ শে মে, ২০১৪ সকাল ৯:৫৪

সীমান্তে বিজিবির ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে মিয়ানমার। এতে আমাদের একজন সৈন্যও নিহত হয়েছে, যাকে মিয়ানমার সরকার তাদের দেশের মিডিয়ায় পরিচয় দিয়েছে বিচ্ছিন্নতাবাদী হিসেবে। শুধু এখানেই শেষ না, লাশ ফেরত দেয়ার কথা বলে বিজিবি সদস্যদের ডেকে নিয়ে কাপুরুষের মত তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়..... জাতি হিসেবে মিয়ানমার চুতিয়া টাইপের, এটা আবারো প্রমান হল।

আমাদের সরকারকে পররাষ্ট্রনীতিতে আরও দক্ষতার পরিচয় দিতে হবে যেন প্রতিবেশী দেশগুলো আমাদের দুর্বল ভেবে এভাবে আমাদের ওপর হামলার সাহস না করতে পারে।



আমরা শান্তি চাই, কিন্তু আমাদের ভদ্রতাকে যেন দুর্বলতা ভাবার অবকাশ না থাকে। বিজিবিকে ঢেলে সাজানো প্রয়োজন, আরও উন্নত করা প্রয়োজন, আরও কার্যকরী করা প্রয়োজন...... এর সাথে আরও প্রয়োজন আমাদের কূটনৈতিক কর্মকাণ্ডকে আরও জোরদার ও কর্মক্ষম করে তোলা...



*** শহীদ সৈনিক মিজানের লাশ ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করতে হবে, এটা অনুরোধ না, এটা দাবি।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:০৮

হেডস্যার বলেছেন:
১টার বদলে ১০টা লাশ চাই.....নো কম্প্রোমাইজ।

২| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৭

অনামিক রেজা বলেছেন: যারা নিজেরাই দেশে খুন-ধরষণের ব্যবসায় শুরু করেছে তারা কিভাবে পররাষ্ট্রনীতিতে সফল হবে?

৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৩৫

নীল আকাশ ২০১৩ বলেছেন: বর্তমানে যে বাহিনীকে বিজিবি বলা হয়েছে, তাদের সর্বচ্চ সামর্থ হল যৌথ বাহিনীর অংশ হয়ে লক্ষীপুর বা সাতক্ষীরায় একটি বিশেষ রাজনৈতিক দলের নিরস্ত্র কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া অথবা রাতের আঁধারে শাপলা চত্বরে অবস্থান নেয়া নিরস্ত্র আলেমদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে পশুর মত ঝাঁপিয়ে পরে বেহায়া বীরত্ব দেখানো।

একটি প্রশিক্ষিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে এরা কোন বীরত্ব প্রদর্শন করতে পারবে - এরকম ধোঁয়াশা আমার নেই।

৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: হেডস্যার বলেছেন:
১টার বদলে ১০টা লাশ চাই.....নো কম্প্রোমাইজ।
একমত +++++++++++++++

৫| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

ইমাম হাসান রনি বলেছেন: @@নীল আকাশ ২০১৩ আপনার কি রৌমারীর ঘটনা জানা আছে ??? যদি না থাকে তাহলে জানুন ।

৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৭

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:


@ আরমান অরণ্য লিংকন :


শুধু বিজিবিকে ঢেলে সাজালে চলবে না।

ওই কাপুরুষ মিয়ানমার উপযুক্ত শাস্তি দিতে হলে রহিঙ্গাদেরকে সেনা বাহিনীর ট্রেনিং দিয়ে ছেরে দিতে হবে।

যাতে তারা নিজ স্বাধীনতার জন্য লড়াই করে ওই কাপুরুষদেরকে ব্যাস্ত রাখতে পারে।

৭| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮

নীল আকাশ ২০১৩ বলেছেন: ইমাম হাসান রনি, রৌমারীতে যে বাহিনী অসসীম সাহসিকতা আর বীরত্ব প্রদর্শন করেছিল, তার নাম ছিল বিডিআর। সেই বাহিনীর সক্ষমতা আর বীরত্বের কথা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু সেই বাহিনীর কোমর ভেঙে যে বাহিনীর জন্ম দেয়া হয়েছে তার নাম ভেজা বেড়াল (বিজিবি)।

আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর সক্ষমতা আসলেই প্রশ্নের সম্মুখীন।

৮| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

জাহাজ মিস্ত্রী বলেছেন: ভাই হেডিংটা ঠিক হয়নি।
বাংলাদেশের ওপর মিয়ানমারের বীরত্বপুর্ন হামলা আর আমাদের সরকার কাপুরুষোচিত নিশ্চুপ

৯| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সামুস কিং বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: হেডস্যার বলেছেন:
১টার বদলে ১০টা লাশ চাই.....নো কম্প্রোমাইজ।

১০| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:১৫

যবড়জং বলেছেন: মগের মুল্লুক বানাবে নাকি .......স্বাধীন দেশে

১১| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:৫২

সকাল হাসান বলেছেন: শহীদ সৈনিক মিজানের লাশ ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করতে হবে, এটা অনুরোধ না, এটা দাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.