নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:১৬

একজন সবসময় কিভাবে ভালোবাসতে হয় তা শিখিয়ে যায়, অন্যজন প্রতিটা সময় সেই ভালোবাসার অবমাননা করে।

একজন তীব্র গরমে আধা ঘন্টা আগে দাঁড়িয়ে অপেক্ষা করে,তো অন্যজন আরও বিশ মিনিট লেট করে আসে। একজন ইমোশনাল, তো অন্যজন বাস্তববাদী। একজন বহু দূরে থেকেও কাছে, তো অন্যজন চুমু খাওয়ার দূরত্বেও বহু দূরে। একজনের অপেক্ষা, তো অন্যজনের ব্যস্ততা।

সবার কাছে ভালোবাসা একরকম না। একজনের কাছে সব, তো অন্যজনের খুবই তুচ্ছ একটা জিনিস। একজন এই ভালোবাসা সারা জীবন আগলে রাখতে পারে, তো অন্যজন এক মূহূর্তও পারে না। একজন ভালোবেসে নিজেকে খুঁজে পায়, তো অন্যজন নিজেকে প্রতিটা মূহূর্তে চেঞ্জ করে যায়।

ভালোবাসা যাই ইচ্ছে তা হোক একজনের কাছে অন্যজনের কাছে। আমাদের সবার চিন্তা ভাবনা এক না। ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ভালোবাসার মানুষটাকে জীবনের প্রতিটা মূহূর্তে, সুখে-দুঃখে-অনন্দে-বেদনায় সঙ্গ দিয়ে যেতে পারা। যে এটা পারে না, তাকে ভালোবাসা নিরর্থক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.