নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

সুপ্তি

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৮

সুপ্তির তো কিছু করার নেই। সে শুধু আমাকে একটু, শুধু একটু সন্তোষ দেয়ার জন্য এই অন্ধকার রুমে নিয়ে এল। দু হাত দুদিকে বাড়িয়ে চিত্কার করে বলল, "আজ তুমি আমার সাথে যা ইচ্ছে তা করতে পারো..আজ শুধু আমি তোমার.. "

সে হয়তো ভেবেছিল এই কথা বলার সাথে সাথে আমি ক্ষুধার্ত পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ব। গত চার বছরের প্রতিশোধ এক রাতে নেয়ার চেষ্টা করব। গত চার বছরের ধৈর্য আজকে ভাঙবো।

ওই রুমে কেউ ছিল না। আমি তাকে ছুঁই নি। ভালোবাসাটা নোংরা করতে চাইনি, যার সাথে ওর বিয়ে হচ্ছে, ওই ছেলেটাকেও ধোঁকা দিতে চাই না।
আমি ওকে খাটে বসিয়ে বললাম, "পৃথিবীর সব সুখ, সব ভালোবাসা তুমি তোমার স্বামী থেকে পাও..."

এই বলে বেরিয়ে পড়লাম। সুপ্তির চোখের থেকে তখনও অঝোরে পানি পড়ছে...

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৫০

মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: ভালবাসা এমন নিষ্পাপ হওয়াই ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.