নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

এটা কেন এত সোজা হবে?

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:১১

এটা কেন এত সোজা হবে?

কেন আট দিনের মাথায় আমি তোমাকে চুমু খেতে পারব? কেন এক মাসের মাথায় তুমি বলবে যে তোমার বাসা খালি? কেন ছয় মাসের মাথায় তোমার সাথে হাঁটার সময় আমাকে নির্জন জায়গা খুঁজতে হবে? কেন আট মাসের মাথায় কোনও রেস্তারাঁয় খাবার সময় সবচেয়ে কম আলো ওয়ালা সিট নিতে হবে?
কেন সবশেষে এক বছরের মাথায় তোমার প্রতি আমার সব ইন্টারেস্ট শেষ হয়ে যাবে?

আমি একটা ছেলে। একটা মেয়ের প্রতি আমার আকর্ষণ কেন হয় তা আমি জানি। এত সহজে যদি আমাকে হাজার বিলিয়ন ডলারের হিরে দেওয়া হয়, ওটার প্রতিও আমার আকর্ষণ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়িই। প্রতিদিনের বিষয় গুলো লক্ষ করলেই দেখব, সহজে পাওয়া জিনিসের মূল্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এটা তো ভালোবাসা পাগলী...

এই বয়সে তোমার সাথে আমার ভালোবাসায়, তোমার হাত ধরা পর্যন্তই আমি সন্তুষ্ট। আমি চাই তোমার সাথে আমার প্রথম চুমুর জন্য, তুমি আমাকে একবছর অপেক্ষা কারও। তোমার মূল্য আমার কাছে অমূল্য থাকুক।

অনেক বলবে, আমি আঁতেল, বোকা, সুযোগ কাজে লাগাতে পারি না। হয়তো এটাই আমার নিষ্পাপ ভালোবাসার প্রমাণ...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৯

বিজন রয় বলেছেন: নিষ্পাপ ভালবাসায় শরীর অনেক পরে আসে।

তবে মানুষের আবেগ বড়ই বাঁধাহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.