নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালা

১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৪৯

এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে মালা। খোদা তারে সুন্দর বানাইছে, এখানে কার কী করার আছে? সে সুন্দর তো সুন্দরই। এলাকার জাতীয় ফ্যান্টাসি হল মালা। লেদা বাচ্চা থেকে শুরু করে দাদু টাইপ বুড়োরাও ঘুরে তাকায় তার দিকে। একটা ছেলে একটা মেয়ের দিকে যত বাজে ভাবে তাকাতে পারে আরকি!

মালা বাবার সাথেই থাকে। এলাকারই একটা অফিসে শিক্ষিত ইংরেজি সম্পর্কে অজ্ঞ চাকরিজীবীদের ইংরেজি শেখায়। মাসে খুব একটা খারাপ মাইনে আসে না। তাই এত পুরুষের চোখ উপেক্ষা করে কোনও মতে চাকরিটা করছে।

এলাকার সব পুরুষ মালাকে পেতে চায়। ভালোবাসায় না, শুধু বিছানায়। এজন্য প্রত্যেকের তার প্রতি একটা আলাদা কদর আছে। এতে মালার কি দোষ?
এলাকার মহিলারা মালাকে দুচোখে দেখতে পারে না, হিংসে জ্বলে যায়। তাদের স্বামীরা উঠতে মালা, বসতে মালা, শুতে মালা! শুধু মালা মালা করে, এইজন্য। মহিলারা সুযোগ খোঁজে মালাকে এলাকা থেকে তাড়ানোর জন্য...

একদিন তারা সুযোগ পেয়ে যায়। একটা ছেলের সাথে মিথ্যে অপবাদ দিয়ে, সবার সামনে তার চুল কেটে, জামাকাপড় ছিঁড়ে, গালিগালাজ করে, মেরে মুখ নষ্ট করে, রক্তাক্ত করে, লাঞ্ছিত করে তাকে এলাকা থেকে বের করে দিল। সেদিন মহিলারা মারাত্ক হিংস্র হয়ে উঠেছ। যারা সারারাত মালাকে নিয়ে ফ্যান্টাসি করত, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল তামাশা দেখল। মালা শেষ পর্যন্ত এই অপমান সহ্য করতে না পেরে, বাবাকে নিয়ে চলে গেল এলাকা ছেড়ে। তার সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়াল। কিন্তু আদৌ তো তার কোনও দোষ ছিল না...

এরপর অনেক দিন গেল। মহিলারা খুশি, তাদের স্বামীরা এখন আর মালা মালা করে না। প্রায় তিন বছর পর মালা ফিরল তার ঘরে। একা নয়, তার স্বামী যাকে সে ভালোবাসে, তার বাবা এবং তার কোলে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা। তাকে দেখে রাস্তায় জটলা হয়ে গেল। মহিলারা বের হয়ে এল। মালার স্বামী জোর করে মালাকে ধরে আছে, যাতে সে ভয় না পায়। সবার সামনে হেঁটে হেঁটে তারা তাদের ঘরে ঢুকে গেল। মহিলারা অবাক হয়ে বলাবলি করতে লাগল, "সে তো এখনও সুন্দরী...!"

যে আসলেই সুন্দর, তাকে মেরে কেটেকুটে ফেললেও সে সুন্দর...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:০৭

বিজন রয় বলেছেন: সুন্দর বা সৌন্দর্যের কোন দোষ নেই। সবাই সেটা উপলব্ধি করতে পারে না।
গল্পের মেজেসটি ভাল লাগল।

২| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

আমি ব্লগার হইছি! বলেছেন: মালা
মার খেয়ে পালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.