নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে

২৩ শে জুন, ২০১৬ রাত ১২:২৫

মাঝে মাঝে একটা অবহ ক্রিয়েট করতে ইচ্ছে করে। এমন একটা স্ক্রিন প্লে যা সত্যিকারে ঘটলে আমি তাকে মুগ্ধ করতে পারব।

কোনও সন্ধ্যায় সে একটা রাস্তা দিয়ে একা একা যাচ্ছে। দুর্ভাগ্য বসত ওই রাস্তার ল্যান্ডপোস্ট গুলো নষ্ট। ওই সন্ধ্যার অন্ধকারে রাস্তায় কয়েকটা বখাটে বসে আছে। ওই বখাটে গুলো ওকে বারবার টিজ করল। ওই বখাটেদের একজন উঠে গিয়ে তাকে ছুঁতে গেল, এমন সময় আমার উপস্থিতি! আমি ডিসুম ডিসুম মারামারি করে ওকে বাঁচালাম। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলবে, "আসিফ ধন্যবাদ! আই লাভ ইউ!"

কোনও বাংলা সিনেমার দৃশ্যের সাথে মিলে যেতে পারে। কিন্তু ভাই! ছ্যাঁকা খাইলে, এমন বাংলা সিনেমার দৃশ্য কল্পনা করলে তা কি প্রকার মানসিক প্রশান্তি দিতে পারে, তা বলে বোঝানো যাবে না!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: ভাইয়া প্রেক্ষাপট সুন্দর। ঠিক জায়গায় ঠিক মতো রোলটা করতে পারলেই কেল্লাফতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.