নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে ফেলি ওই মলিন সৌন্দর্যকে

২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৮

মাঝে মাঝে কিছু মেয়েদের সৌন্দর্য ভারি মেকাআপ, রং করা চুলে কিংবা মেশিন দিয়ে স্ট্রেট করা চুলে, গাঢ় লিপস্টিক দেয়া ঠোঁটে, ভারি কাজল দেয়া চোখে, বেমানান উজ্জ্বল চেহারার নিচে লুকিয়ে থাকে।

কিন্তু ওই মেয়েরা যখন চুল স্বাভাবিক ভাবে খোঁপা করে কিংবা ওই চুল উষ্কখুস্ক হয়ে চারদিকে উড়তে থাকে, ঠোঁটে ওই মেয়েদের নিঃশ্বাসে ভরা শুধু নিজেদের লালা ভাসে, চোখে এক রাশ ভালবাসা ছাড়া কোনও কাজল-ফাজল থাকে না (যদিও যেসব মেয়েরা চোখে কাজল দেয়, তাদের প্রকৃতিগত ভাবেই আমি ভীষণ পছন্দ করি)। এই মেয়েদের মুখে কোনও কৃত্রিম উজ্জ্বলতা থাকে না, থাকে শুধু অনেকখানি মলিনতা। তখন ওই মেয়েদের এত পরিমাণ সুন্দরী লাগে, যে আমিও তাদের ভালবেসে ফেলি...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:২৬

ঘটক কাজী সাহেব বলেছেন: এই মেয়েদের মুখে কোনও কৃত্রিম উজ্জ্বলতা থাকে না, থাকে শুধু অনেকখানি মলিনতা।

++++++++++ কেউ লেখা পড়েনা কে বলেছে। লিখুন এবং এগিয়ে জান। দোয়া রইলো অনেক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.