নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

লেটস এক এবাউট "বন্ধুত্ব"

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

লেটস টক এবাউট "বন্ধুত্ব"

সবার মতো বড় সড় বয়ান ছাড়বো না। মাসে যাদের সাথে এক আধা বার দেখা হয় না, তাদের "হ্যাপি ফ্রেন্ডশিপ ডে"-এর ম্যাসেজ ইগনোর করে, অপরিচিতের কিছু বিরক্তিকর ছবির ট্যাগ রিমুভ করে, শুধু কিছু সিম্পল জিনিস বলব। আমার বন্ধুত্বের ধরণ বলব।

সৃষ্টিকর্তার এ এক অদ্ভুত খেল। যে যেমন সে তেমনই পায়। বন্ধু পাওয়ার ক্ষেত্রেও একই সিস্টেম।
আমি খারাপ ছেলেদের সাথে খারাপ ছেলেদেই বন্ধুত্ব দেখেছি, ভালো ছেলেদের সাথে ভালো ছেলেদের বন্ধুত্ব দেখেছি, ভাব মারা ছেলেদের সাথে ভাব মারা ছেলেদের বন্ধুত্ব দেখেছি। মানে যে যেমন, সে তেমন বন্ধুই পায়। তবে অভ্যাস, চিন্তা ধারা আলাদা হতেই পারে...

কেউ যদি তোমাকে কখনও "ভালো" বলে, তার কিছু ক্রেডিট তোমার বন্ধুদেরও দিও। কারণ বন্ধু থেকে একটা মানুষের মধ্যে দ্রুত বৈশিষ্ট্যের সঞ্চালন ঘটে।
তার মানে, তুমি যাদের সাথে চলো, তারা ভালো মানে তুমি ভালো। তুমি ভালো মানে তারা ভালো...

আগে একটা চিন্তা ভাবনা ছিল, অনেক বন্ধু বানাবার। দেখলাম মুখে বলা বন্ধু বানানো সোজা, কিন্তু একটা ভালো বন্ধু পাওয়া কত কঠিন! তুমি ভালো হও, খারাপ হও, ভাব মারা হও, যে রকমই হও না কেন, তুমি তোমার ক্যাটাগরির কোনও ভালো বন্ধু পেলে আর ছেড়ো না।

বন্ধুত্ব ধরে রাখা,
আমার সামনে বহু বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে দেখেছি। মেইন কারণটা হল, "ইগো"। যদি তুমি তোমার বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে চাও, অবশ্যই তোমাকে "সরি" বলা জানতে হবে। ভালো বন্ধুদের কাছে সবসময় তুমি যে প্রকৃত তুমি, তা তুলে ধরবে। কখনও ফেক হইও না।
ছোটখাটো ঝগড়া সব সম্পর্কেই হয়। আর প্রাণের বন্ধুকে না হয় তুমি প্রথমে সরি বললে। এতে তোমার বন্ধুত্ব আজীবন বাঁচবে। আর বন্ধুত্বে কখনও "ইগো"র জায়গা দিবে না...

অল্প কয়জন বন্ধু আছে। সত্যিকারের বন্ধু। সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন। তাই সম্পর্ক গড়লে, তা ভাঙার প্রশ্নই আসে না...
ভাঙা যায় না, এমন কিছু বন্ধুত্ব যাদের আছে, তারা ভীষণ ভাগ্যবান। আর হ্যাঁ, আমি ভীষণ ভাগ্যবান....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

নোমান প্রধান বলেছেন: )

২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৭

রয়ারিহাশা বেঙ্গলেনসিস বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.