নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

নানা

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০১

বয়স নব্বইয়ের কাছাকাছি। এই বাড়িতে গত পাঁচ বছর ধরে কাজ করেন। দারোয়ানী। কখনও রাতের ডিউটি, কখনও দিনের। আজ রাতের ডিউটি ছিল তাঁর।

উনাকে অন্য সবার মতো "দারোয়ান চাচা" কিংবা "দারোয়ান ভাই" বলা যায় না। আম্মা আর আব্বা প্রথম থেকেই উনাকে 'চাচা" বলে ডাকেন। ওই হিসেবে "নানা" বলে ডাকি আমরা।
শুধু আমরা না, অত্র বিল্ডিং এর সকল বাচ্চা-কাচ্চা, উনাকে "নানা" বলে ডাকে। উনার নামের সাথেই যেন, "নানা" শব্দটা দারুণ মানিয়ে গিয়েছে।

আজ বাসায় ঢুকবার সময় "নানা" কি মিষ্টি করে বলল, -নানু, বাসায় আসছো? কোথায় গেছিলা? ও পরীক্ষা দিছো? কেমন হয়েছে?
এই প্রশ্ন গুলোর উত্তর দিতে মোটেই বিরক্ত হই না। প্রথমেই ওই মিষ্টি করে বলা "নানু" শব্দটা শুনেই কলিজা ঠাণ্ডা হয়ে গেছে। আর হ্যাঁ, ওই নানা মোটেই আমার কাছে টাকা-পয়সায় জন্য ওভাবে কথা বলেননি...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

টাইম টিউনার বলেছেন: অনেক ভাল লাগলো........ লেখাটাতে , একটা ছবি এড করলে আর ও ভাল লাগতো । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.