নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

হোক একটা বৃথা চেষ্টা

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

যে মূহুর্তে কয়েকজন মানুষের জীবনে ভালোবাসা বৃষ্টির মতো ঝরছে, সেই মূহুর্তে হাজার হাজার মানুষ ভাবছে, কীভাবে প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা বলা যায়। সেই বলাতেও তাদের যত সংকোচ। "যদি ভালোবাসা প্রত্যাখান করে?", "যদি সে রাগ করে?", "যদি বন্ধুত্বটাও চলে যায়?"- এমন কিছু প্রশ্ন তাকে বারবার প্রশ্ন করতে থাকে।

খুব কম মানুষ ভালোবাসার কথা, তাদের প্রিয় মানুষটাকে বলতে পারে। অন্যরা হয়তো এখনও আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে। যত ভয় হল হারিয়ে ফেলার।
যতটা ভয় হচ্ছে না হারিয়ে ফেলার? তার থেকে বেশি হবে আফসোস যদি কথাটা প্রিয় মানুষটাকে বলা না হয়। এই আফসোসটা বড় যন্ত্রণা দায়ক।

ভালোবাসো?
বলে দাও। সে "না" বলুক, সেটা তার ব্যাপার। এটা কোনও কষ্টই না। কষ্ট হল তাকে আর শেষ পর্যন্ত ভালোবাসার কথাটা না বলতে পারা।
একটা বৃথা চেষ্টা হোক। এখনই হোক...
হয়তো দেখা যাবে, তুমি যাকে ভালোবাসো, সেও তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.