নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

সাদাসিধে মানুষ গুলো

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩

সাদাসিধে মানুষরা প্রতারণা সহ্য করতে পারে না। ওরা সবকিছু বোঝে। ওরা বোঝে যে, পাশে বসা মানুষটা তাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। কিন্তু ওরা চিত্কার করে বলতে পারে না,"আমার সাথে ধোঁকাবাজি করবে না!"
প্রতারিত হয়ে, নিজে নিজে কষ্ট পায়। সেই কষ্টের কথা কেউ জানে না। কেউ না!

সবাই কেন জানি, ওই সাদাসিধে মানুষ গুলোর সাথে প্রতারণা করেই মজা পায়। এই সুইট হার্টের মানুষ গুলোকে কেন যেন সবাই কষ্ট দিয়ে যায়।
আমার পরিচিত এক বন্ধু আছে। জুনিয়র একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে। মেয়ের কথা বলতেই সে পাগল! ভীষণ সুইট আর ভালো একটা ছেলে।

একদিন দেখলাম তার ভীষণ মন খারাপ। আমি তাকে বললাম, কিরে হাবিব? মন মরা ক্যান? কিছু হয়েছে?
ও যেন আমার জিজ্ঞাসা করার অপেক্ষা করছিল। সাথে সাথে ওর মন খারাপের কারণ বলতে লাগল।
অনেকটা এমন, তার প্রেমিকা অনেক ছেলেদের সাথে ট্যাংকি মারে। ঘুরতে যায়। ফোন দিলে বলে বাসায়, কিন্তু হাবিব ওইসময় তাকে অন্য একটা ছেলের সাথে ঘুরতে দেখে...

হাবিব ভীষণ ভেঙে গেল। আমি বললাম, এমন মেয়ের সাথে তো রিলেশন রেখে লাভ নেই। ও তো তোকে চিট করছে! আমি তোর জায়গায় হলে, একটা চটকনা মেরে ব্রেকআপ করে ফেলতাম..
হাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল, কি করব বল? আমি তো ওকে সত্যিকারে ভীষণ ভালোবাসি...

এটা শোনার পরে আমার আর কিছু বলার থাকে না। জানি, হাবিব ওই মেয়েটাকে কিছু বলবে না। নিরবে কষ্ট পেয়ে যাবে।

❤ (সাদাসিধে মানুষ গুলোর জন্য)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.