নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত পরীক্ষা

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

তাহির যূঁথিকে নিয়ে বের হয়েছে। এই কড়া রোদেও। সন্ধ্যা পর্যন্ত এক সঙ্গে থাকবে। প্রেমিক-প্রেমিকা দুজন গত তিন বছর ধরে। না ঠিক তিন বছর না, দুই বছর নয় মাস তেরো দিন।
আজকে অন্যান্য দিনের মতো ডেটিং এর জন্য বের হয় নি তাহির। পরীক্ষা বলা যায় এক ধরনের। কয়েকদিন পরেই দুজন বিয়ে করছে। বিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত, তাই বিয়ের জন্য তারা আসলেই উপযুক্ত কিনা তা জানার জন্য আজ পরীক্ষা হবে। এই পরীক্ষার কথা যূঁথি জানে না। যূঁথির কাছে অন্যান্য দিনের মতোই একটা ডেটিং...

তাহির তার বেশ কিছু হ্যান্ডসাম বন্ধুদের ইনভাইট করল। প্রথমে অনেকেই এই কড়া রোদে আসতে চায়নি। কিন্তু সে খাওয়ার লোভ দেখিয়ে এনেছে।
একটা রেস্তারাঁয় বসেছে যূঁথি আর তাহের। তাহেরের বন্ধুরা আসার সাথে সাথে খাবারের অর্ডার দেওয়া হল।

সুন্দর ছেলেদের প্রতি মেয়েদের একটা তীব্র আকর্ষণ রয়েছে। আর সেই সুন্দর ছেলে যদি, কোনও মেয়ের প্রেমিকের চেয়েও সুন্দর হয়। তাহলে ওই সুন্দর ছেলেকে মেয়েটার নিজের প্রেমিক হিসেবে পেতে চাওয়ার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। এবং এই আকর্ষণ এবং আকাঙ্ক্ষা একটা মেয়ের চোখের মধ্যে স্পষ্ট প্রকাশ পায়...

তাহির খেতে খেতে কতক্ষণ পর পর যূঁথির চোখের দিকে তাকাচ্ছে। যূঁথি যদি তাহিরকে সত্যিকারেই ভালোবাসে, তাহলে তার চোখের মধ্যে তাহিরের হ্যান্ডসাম বন্ধুদের জন্য কোনও আকর্ষণ পাওয়ার কথা না। না, শেষ পর্যন্ত কোনও কিছুই পেল না তাহির। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে।
তাহিরের বন্ধুরা ভালো বন্ধুদের মতো খেয়ে কেটে পড়ল। দুজনে অনেকক্ষণ ঘুরল। সন্ধ্যায় তাহির যূঁথিকে বাসায় পৌঁছে দেবার সময় বলল,-ভাগ্যিস তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো...

যূঁথি অবাক হয়ে বলল,-মানে?
তাহির একটা স্বস্তির হাসি হেসে বলল,-না কিছু না..

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.