নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রথম একা ঘুম

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮

প্রথম যখন একা একলা রুমে ঘুমাতে যাই, ভয় আমার ঘুম আসছিল না। তখন মনে হচ্ছিল ওই একলা রুমে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। তাই কতক্ষণ পর পর উঠে উঠে দেখছি, আসলেই রুমে কেউ আছে কিনা। এমন করতে করতে আমার ঘুম চলে আসল।

হঠাত্ মধ্য রাতে আমার ঘুম ভেঙে গেল। এমনটা প্রায়ই হতো তখন। তখন ভয় লাগতো না, কারণ একা ঘুমাতাম না। কিন্তু এখন আমি একা! আর এই মধ্য রাতে ঘুম ভাঙার মতো ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে আর কিছু হতে পারে না, এটা মোটামুটি বিশ্বাসই করে ফেললাম।
আমি প্রচন্ড গরমেও কাঁথাটা গায়ে জড়িয়ে রেখেছি। ঘেমে একাকার।

ভয়ে এপাশ ওপাশ করতেও ভুলে গিয়েছি। আমার চোখ রুমের দরজার দিকে গেল। আমি ওই আবছা অন্ধকারে একটা ছায়া দেখতে পেলাম!
আমার ভয়ে যেন প্রাণ শুকিয়ে এসেছে। আমি কাঁথাটা মাথার উপরে নিয়ে গুটি শুটি মেরে শুয়ে থাকলাম। ওই ভয়ঙ্কর রাক্ষসকে আমি দেখতে চাই না। হঠাত্ ওই অর্ধখোলা দরজাকে কেউ যেন খুলছে! মচ্ মচ্ করে একটা শব্দ হল..

আমি আর পারলাম না! "আম্মা" বলে একটা চিত্কার করলাম।
আর প্রথম একা শুতে যাওয়া আমি ঘুমিয়েছি কিনা সেটা দেখতে আসা, আম্মাও রীতিমতো ভয় পেয়ে গেল!
এখন একা ঘুমাই। এখন আর ঘুমিয়েছি কিনা সেটা দেখতে কেউ আসে না...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সবার ক্ষেত্রেই মোটামুটি মিলে যায়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.