নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম- হাতের জোরের থেকে চাপাতির জোর বেশি

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৮

অসুস্থ মানুষগুলো ওষুধ খেতে খেতে এক সময় এত অভ্যস্ত হয়ে যায় যে, হালকা রোগ (জ্বর, সর্দি) হলে নিজেই ওষুধ খেয়ে নেয়। রাতে শোয়ার আগে একটা নাপা কিংবা একটা প্যারাটিসেমল। তাই বলে তো সে আর ডাক্তার হয়ে যায় নি! সাধারণ কমনসেন্স!

সাধারণ কমনসেন্স হল, সিঁড়ি দিয়ে বেপরোয়া ভাবে উঠতে গেলে, পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। এজন্য পদার্থ বিজ্ঞানের সূত্র জানতে হয় না।

পেপারে খুব বড়সড় করে প্রথম পাতায়, হাতের জোরের থেকে চাপাতির জোর বেশি-খবরটা এসেছে। সাধারণ কমনসেন্স হল, ছাত্রলীগ একটি আদর্শ সংগঠন :) (তেল মারলাম!) (মাথায় হাত রেখে আদর করে বুঝিয়ে দিলেই বুঝে যাবে)

যতক্ষণ পর্যন্ত না একই চাপাতি আমাদের আপন জনের বুকে না বিঁধবে, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই মোবাইল ফোন নিয়ে অন্যের জখম হওয়ার অপেক্ষা করব! ভিডিও করার জন্য!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.