নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ তানজির

আসিফ তানজির › বিস্তারিত পোস্টঃ

এই জুকারীটা না করলেও চলত। ফাসি দেসে তো দেসে,প্রাণভিক্ষার নাটক সাজানোর দরকার কী ছিল!!

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

জামায়াতের
সেক্রেটারি জেনারেল আলী আহসান
মোহম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়েছেন
এবং সরকারের কাছে ওই আবেদন সংরক্ষিত
আছে মর্মে আজ রোববার আইনমন্ত্রী
আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল যে বক্তব্য
দিয়েছেন তা আবারো নাকচ করে
দিয়েছেন মুজাহিদের ছেলে আলী আহমাদ
মাবরুর।
রোববার রাত সাড়ে ৮ টায় শীর্ষ নিউজকে
দেওয়া এক প্রতিক্রিয়ায় মাবরুর বলেন,
‘আমরা গতকালই বলেছি যে, আমার বাবা
আলী আহসান মোহম্মদ মুজাহিদ
রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষার আবেদন
করেননি। আমি আবারও বলছি, সরকারের
কাছে যদি প্রাণভিক্ষার আবেদন
সংরক্ষিত থাকে, তাহলে সেটা দেখানো
হোক। আমরা এটা দেখতে চাই। আমরা
আমার বাবার হাতের লেখা ও স্বাক্ষর
চিনি।’

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

হাবিব ইমরান বলেছেন: এরকম নাটক না করলে নিজেদেরকে পাগল প্রমাণ করার আর কোনো রাস্তা খোলা থাকে না ।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

আসিফ তানজির বলেছেন: তা অবশ্য ঠিক

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

সপ্নবিলাসি বলেছেন: ভাই এই পলিটক্স বুঝলে কি আর আপনি এইখানে থাকতেন। খেয়াল করবেন সরকার দল শুধু প্রাণ ভিক্ষার কথা বলছে না সেই সাথে এও বলছে তারা দোষ স্বীকার করছে । এর মানে পরে যদি কোন না কোন যুগে এইটার বদলা নিতে চাই তাইলে পারবে না। আরো ক্লিয়ার করার দরকার আছে ? ভাই ক্ষমতা হারানোর ভয় সবাই করে । তাইতো দেশের বাইরে ফ্ল্যাট বাড়ি করে রাখে। বুঝছেন ?

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
যে ফরমে দরখাস্তটা তাঁরা করেছেন, সেটা হচ্ছে সংবিধানের ৪৯ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা, সেজন্যই আবেদন। সেই ফরমেটেই "দোষ স্বীকার করিয়াছি" এটা এডমিট করে স্বাক্ষর করেই বাকি লেখা লিখতে হয়,
বাকি লেখাতে হয়ত ছিল বিচার বাতিল করে নতুন করে বিচার করার আবেদন .. ... ইত্যাদি বাল ছাল, এব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করার জন্য 49 ধারায় সেই ফরমেটেই তাঁরা আবেদন করেছেন। সেটা নিশ্চিতই মার্সিপিটিশন দরখাস্ত। এটাই হয়েছে। সাকা ইংরেজিতে লিখেছে (কারন সে আগেই ঘোষনা দিয়েছিল বাংলা তার মাতৃভাষা না) শাকার দরখাস্ত দেখিয়ে মোজাহিদের কাছ থেকে একই ফরমেটে দরখাস্ত আদায় করা হয়েছে। মোজাহেদ বাংলায়ই লিখেছেন।
ম্যাজিষ্ট্রেটদ্বয় হয়তো একটু কৌশলের আশ্রয় নিয়ে মার্সিপিটিশন মুচলেকাটি নিয়েছেন। সময়েই সব জানা যাবে।

এটিও পড়ুন -
ওরা অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন। নিশ্চিত।

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনারা রাস্ট্র ও সরকারের কার্যক্রম বুঝেন না।

আসামীর প্রতি পরিবার ব্যতিতও রাস্ট্রের দায়িত্ব আছে।

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ কাজটা(আকাম) না করলেই পারতো সরকার। এখন নেতারা বলছে, প্রাণভিক্ষাও চেয়েছে আবার দোষও স্বীকার করছে। বাংলায় একটা কথা আছে না - পাগলের সুখ মনে মনে। টিভিতে একই সাথে বলা হচ্ছে বঙ্গভবন থেকে সচিব এখনো বের হননি। আর অন্যদিকে কারাগারে সাকার পরিবারের সদস্যরা শেষ দেখা করতে ঢুকে গেছেন! সাকা বিরোধী কিংবা জামায়াত বিরোধীরা এটা সহজে খাবে না....

৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: আম জনটা পুরাই সাকা চৌধুরী( চো....) হয়েছে মাননীয় স্পিকার।

৮| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

অগ্নিবীণা! বলেছেন: নিজের উন্মাদনার বহিঃপ্রকাশ! ছিঃছিঃ ছিঃ

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

মিতক্ষরা বলেছেন: পরিবারের চ্যালেন্জ্ঞ নিতে সরকারের এত দ্বিধা কেন?

১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

প্রভাষ প্রদৌত বলেছেন:



১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

কারাবন্দি বলেছেন: আবেদন জনগণের সামনে পেশ করতে মুজিব সাহেবের কি নিষেধ আছে ???

১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

আসিফ তানজির বলেছেন: সেটাতো বলার অপেক্ষা রাখে না

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আসিফ তানজির বলেছেন: একদম ফালতু

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

আসিফ তানজির বলেছেন: সেইটাইতো দেখছি

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আসিফ তানজির বলেছেন: একমত

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আসিফ তানজির বলেছেন: Right

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

আসিফ তানজির বলেছেন: এখানে উন্মাদনার কী দেখলেন

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

আসিফ তানজির বলেছেন: কারণ তারা প্রাণভিক্ষা চায়নি

১৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

আসিফ তানজির বলেছেন: হ...আমি শিবির না করলেও ছাগু আর আপনারা সাচ্চা দেশপ্রেমিক

২০| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আসিফ তানজির বলেছেন: সেইটাইতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.