নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ তানজির

আসিফ তানজির › বিস্তারিত পোস্টঃ

ইরাক ইরানে যা হয় তা এখন আমাদের দেশে হচ্ছে!!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

বগুড়ার
শিবগঞ্জে শিয়া
মসজিদে
মুসল্লীদের উপর
দুর্বৃত্তদের গুলি
বর্ষণের ঘটনায়
মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) নিহত
হয়েছে। এ ঘটনায় ৩ জন মুসল্লী গুলিবিদ্ধ
হয়েছেন।
শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের
হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে
বৃহস্পতিবার মাগরিব নামাজের পর এঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর
বাসস্ট্যান্ড শিয়া মসিজদে মাগরিব এবং
এশার নামাজ একসাথে পড়া হয়।
বৃহস্পতিবার মাগরিব নামাজের সময়
নিয়মিত মুসল্লীদের সাথে ২০-২২ বছর বয়সী
অপরিচিত ৩ যুবক মসজিদে প্রবেশ করে।
তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-
পাঞ্জাবী ছিল। মাগরিবের নামাজ শেষে
যখন মুসল্লীরা এশার নামাজের জন্য
অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তে ওই তিন
যুবক মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে
থাকে। গুলির শব্দ শুনে আশে পাশের
লোকজন ছুটে এলে ওই ৩ যুবক পালিয়ে যায়।
এসময় মসজিদে থাকা ৩ জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধরা হলেন- হরিপুর গ্রামের
বাসিন্দা ও মসজিদের আফতাব হোসেন
(৪০), মাও: শাহিনুর (৩৫) ও আলাদীপুর
গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।
গুলিবিদ্ধ মুসল্লিদের বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর
রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে
এলাকায় অভিযান চলছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

হোসেন মালিক বলেছেন: ///অপরিচিত ৩ যুবক মসজিদে প্রবেশ করে।
তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-
পাঞ্জাবী ছিল।///
টুপি পাঞ্জাবি মানুষকে ধোঁকা দেয়ার জন্য পরতে পারে, তারা অবশ্যই মুসলিম এমনটা ভাবার কারন নেই

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: আর কতদিন চলবে ধর্মের গর্জনB)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: টুপি পড়ে বাংলাদেশের শিব সেনারাও এটা করতে পারে। যাতে বাংলাদেশকে হিন্দুত্ববাদ কব্জায় নিতে পারে।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

রাশেদ মহাচিন্তিত বলেছেন: এটা খুবই খারাপ সংবাদ|

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

আসিফ তানজির বলেছেন: একমত

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

আসিফ তানজির বলেছেন: যতদিন উগ্রপন্থীরা ক্ষমতায় থাকবে

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

আসিফ তানজির বলেছেন: কথাটা একেবারে উরিয়ে দেবার মত না!!

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

আসিফ তানজির বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.