নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মাগো তুমি এই ফটোটা যতন করে রেখো

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

সদ্য তোলা একটি ফটো পাঠিয়ে দিলেম ডাকে

মাগো তুমি এই ফটোটা যতন করে রেখো

যায় না বলা কখন জানি মুখ পুড়ে হয় ছাই

তখন তুমি হাতে লয়ে ফটোখানি দেখো।



এইখানে মা যখন তখন পুড়ছে মানুষ গাড়ি

ঘরে-বাইরে চলাফেরায় কেউ নিরাপদ নয়

কখন জানি পেট্রোল বোমা উড়ে আসে গায়ে

সব সময়ের সঙ্গী এখন বাঁচা-মরার ভয়।



রাস্তাঘাটে বের হলেই এদিক সেদিক তাকাই

শঙ্কা মনে গাড়ীতে বসি আত্না নিয়ে হাতে

কেউ জানি না মৃত্যু কোথায় ঘাপটি মেরে বসা

কোন সুযোগে আগুন-বোমা কোলাহলে মাতে।



প্রতিটা দিন ইচ্ছে করে তোমার কাছে যাই

ভয় তাড়ানো বুকে মাগো একটু মাথা রাখি

বাড়ি ফেরার একটি পথও নয় নিরাপদ আজ

কখন জানি ফুড়ুৎ করে পালায় জীবনপাখি।



মোবাইলফোনে মা আমাকে বলেন ভাঙ্গাস্বরে

নামাজ পড়ে দোয়া করি সুস্থ বেঁচে থাক

দোয়া করি দেশটা আমার থাকুক দুধে ভাতে

কষ্টগুলো পষ্ট করে হাওয়ায় মিলে যাক।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দোয়া করি দেশটা আমার থাকুক দুধে ভাতে
কষ্টগুলো পষ্ট করে হাওয়ায় মিলে যাক। ''------------তাই যেন হয়, দেশের মানুষ শান্তিতে বাস করুক

২| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

আমি সাজিদ বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.