নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইলিশ ও বিড়ালছানা

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১০

অনেক দামের ইলিশ মাছ/রেখেছি তুলে ফ্রিজে
নাক বাড়িয়ে বিড়ালছানার/ভাবনা হলো কি যে
লেজটি তুলে পায়ে পায়ে/ঘুরছে সারা ঘরে
ফ্রিজের কাছে এসেই ছানা/কেমন জানি করে!

আঙুল তুলে রাগ দেখিয়ে/যেই বলেছি, থাম
রেগে মেগে বিড়ালছানা/করল কি যে কাম
ফ্রিজ খুলে ইলিশ ধরে/ফ্রিজেই খেয়ে সারা
এক তারিখের চিন্তায় এখন/পুরাই দিশেহারা।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ সুন্দর লিখেছেন ------ বাজে একটা কালচার দাঁড়িয়েছে যে ১লা বৈশাখ এলেই ইলিশ খেতে হবে -----এটা কোন দিনও আমাদের দেশের সংস্কৃতি নয় ---১লা বৈশাখে ইলিশ আর নতুন কাপড় এটাকে টিভি মিডিয়ার বোদৌলতে জনপ্রিয় করেছে কর্পোরেট ব্যবসায়ীরা ---- তারা রমরমা ব্যবসাও করছে

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩২

কোবিদ বলেছেন:
পান্তা যাদের নিতুই আহার
শীত গরম আর বর্ষায়
তাদের কাছে পান্তা ইলিশ
কিবা রং বদলায়!!

বৈশাখে পান্তা ইলিশের
কালচার থেকে বেরিয়ে
আসতে হবে আমাদের।

ধন্যবাদ সমাসামিয়িক বিষয়ের
উপর রচিত আপনার ছড়ার জন্য।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সাইলেন্ট পেইন বলেছেন: খুব সুন্দর কবিতা। যান এবার আরেকটা ইলিশ কিনে আনেন।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৫১

নাহিদ রুদ্রনীল বলেছেন: পান্তা-ইলিশ সংষ্কৃতি ত্যাগ করা উচিত।

৬| ১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৬

চৈত্র শেষে বলেছেন: বিড়ালছানাকে প্লাস!

৭| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সাইলেন্ট পেইন বলেছেন: খুব সুন্দর কবিতা। যান এবার আরেকটা ইলিশ কিনে আনেন। :)

৮| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৮

শামছুল ইসলাম বলেছেন: ছন্দে ছন্দে ইলিশ সংস্কৃতিকে ভালই পঁচিয়েছেন, দেখা যাক কেউ কেউ সুস্থ ধারায় ফেরে কি না!

৯| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.