নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু একজন

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

বন্ধু আমার শত শত দেখা হলেই হাই..
কোথায় আছিস কেমন আছিস ভাই।
কিছু আছে দেখা হলেই হাত মেলাতে যাই
কিছু আছে দেৌড়ে গিয়ে বুকেতে বুক মেলাই
কিছু আছে ঝাপটে ধরে মনের কথা কই
কিছু আছে দেখা হলেই লাগাই হই চই।

এমনি ভাবে সব আসে যায় একটা থাকে বাকি
যাকে আমি মনের কোঠায় যতন করে রাখি।
সে যে আমার রতন মানিক বন্ধু আপন জন
তাকে আমি যাই পেয়ে যাই যখন প্রয়োজন।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে। শুভেচ্ছা রইল

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন। ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.