নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শেয়াল ও সিংহ

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২


একটি শেয়াল আপন মনে যাচ্ছে হেঁটে হেঁটে
হঠাৎ করে মোচড় দিয়ে উঠলো তাহার পেটে
ছোট্ট শেয়াল দেখল যখন সিংহী পথে বসা
কলজে বুঝি যাচ্ছে ফেটে মরণ বরণ দশা!

হাত-পাগুলি অচল অবশ পালিয়ে যাওয়া দায়
হামাগুড়ি দিয়ে শেয়াল সিংহীর সামনে যায়।
ছোট্ট শেয়াল কুর্ণিশ করে বলল রাণী মাতা
আমায় খেয়ে লাভ কী হবে ছোট্ট আমি যা-তা।

কে বলেছে খাব তোকে কোথায় যাবি যা
শেয়াল বলে ভয়ে আমার চলছে না যে পা
তা হলে তুই বসে বসে আমার খিদে বাড়া
জানিস তুই খাই না আমি পেটের খিদে ছাড়া?

ছোট্ট শেয়াল ধীরে ধীরে যায় হারিয় বনে
বনের পশু খায় না ধরে বিনা প্রয়োজনে।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: বনের পশু খায় না ধরে বিনা প্রয়োজনে

ঠিক বলেছেন।
একমাত্র মানুষই প্রয়োজনের অতিরিক্ত পেতে গিয়ে অন্যের ক্ষতি করে।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অহেতুক কাজ শুধু আমরাই করি।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। শুভেচ্ছা নিন।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭

শেয়াল বলেছেন: বাহ আমারে নিয়া গলফো ! ! :)

ভাল্লাগছে ।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহঃ হাহঃ
ধন্যবাদ।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: বনের পশু বিনা প্রয়োজনে খায় না। অথচ, আমরা মানুষ প্রয়োজন অপ্রয়োজনে শুধু খাই খাই ভাব । যা হোক, অন্তঃর্নিহিত তাৎপর্য বুঝলে সুন্দর হয়েছে বলতে হয়।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর বলেছেন। শুভেচ্ছা নিন।

৬| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ছড়া ভাললেগেছে।

নৈতিক বক্তব্যটাও সুন্দর হয়েছেঃ

//ছোট্ট শেয়াল ধীরে ধীরে যায় হারিয় বনে
বনের পশু খায় না ধরে বিনা প্রয়োজনে।//


ভাল থাকুন। সবসময়।

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। ধন্যবাদ নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.