নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাবা ও মেয়ে

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯

মা চলো
ওই যে দূরে ফুলবাগানে প্রজাপতি ওড়ে
ডালে বসে পাখিগুলি গাইছে নানা সুরে
রঙ্গিন ফুলের মালা নিয়ে যাব নদীর পারে
দেখবে তুমি কাশফুলেরা দাঁড়িয়ে সারে সারে।

ওই যে দূরে সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে একা
ঐ খানেতে পাবে তুমি মেঘ-মেয়েদের দেখা
পাহাড়চূড়ায় উঠব দু'জন মাটির সিঁড়ি বেয়ে
মেঘের মেয়ে খুশি হবে তোমায় কাছে পেয়ে।

বাবা,
আমি যদি পাখি হয়ে আকাশে মেলি ডানা
কেমন করে যাব আমি নেই মোটেও জানা
পাখির মতো ছোঁ মেরে নেয় দুষ্টু কোনো ঝড়ে
হারিয়ে গেলে আমায় তুমি পাবে কেমন করে

কই হারাবে মা,
তোমার দেখা আকাশটা তো ছোট্ট মতন বাটি
মেয়ের জন্য বাবার আছে বিশাল আকাশ মাটি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.