নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অন্য জগৎ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

]
দেখ তো দাদা এলাম কোথায়
দেখছি এত রং যে
দেখব কী আর রঙের জগৎ
এলাম রঙিন গঞ্জ এ!

আকাশ জুড়ে রঙের খেলা
রঙিন মেঘে খেলছে
মাটির বুকে প্রজাপতি
রঙিন পাখা মেলছে।

চলতো দাদা পাখনা মেলে
ঘুরে বেড়াই রঙে
ভয় কিরে ভাই শক্ত করে
থাকিস আমার সঙ্গে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

শরতের ছবি বলেছেন: সুন্দর কল্পনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

ইকরাম উল হক বলেছেন:


দারুন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা।

ভালোলাগা ++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লাগল। ধন্যবাদ নিন।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

ইকরাম উল হক বলেছেন:




পড়তে ভাল লাগছিল খুব
পড়ছি অবিরত
কজন পারে লিখতে এমন
বিএম ভাইয়ের মত


০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: হক ভাইয়ের ছড়া পড়ে সত্যি আমি খুশি
ইচ্ছে করে পেটের মাঝে এখনই দেই ঘুষি।
ঘুষি খেয়ে খুশির চোটে আসুক আরো ছড়া
ভাবছি এখন হক ভাইকে কেমনে যায় ধরা!

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা,

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০

মেহেদী রবিন বলেছেন: ছন্দময় কিছুক্ষণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.