নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আজব খবর!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

গোয়াল ঘরে বোয়াল এসে টেনে নিল গরু
খবর শুনে মুখটা বাঁকায় চক্ষু করে সরু।
এক জনে কয় হতেই পারে খবর মিছে নয়
আমার বাড়ি কী হয়েছে শুনলে পাবে ভয়।

কী হয়েছে?
গাছের আগায় টেংরা পুঁটি বাসা বেঁধেছিল
মনার বাপের ছাগল উঠে কোথায় নিয়েছিল...

কোথায় নিয়েছিল?
সাগর নদী পাড়ি দিয়ে পাহাড়চূড়ায় উঠে
গর্ব করে ভ্যাঁ ভ্যাঁ করে মাছের বাসা লুটে।
গরু খেয়ে বোয়ালমাছে পাহাড়ে দেয় গুঁতো
ছাগল ছিল বেপরোয়া লাগায় কাতুকুতু।

এমনই সব আজব খবর ছড়িয়ে পড়ে গ্রামে
জানিয়ে দিলাম খবরগুলো ছড়ায় মোড়া খামে!!


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

জেগে ওঠো বাংলাদেশ বলেছেন: akta help korben plz?????? kivaby akany post korbo bolben plz...

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ব্লগের নিয়ম-কানুনগুলো ভালোভাবে পড়ুন।
সমস্যার সমাধান সেখানেই আছে।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

খায়রুল আহসান বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন। পড়ে মজা পেলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

জেগে ওঠো বাংলাদেশ বলেছেন: airokom asy

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: এ্যাডমিনের সাথে যোগাযোগ করুন।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

মো:সাব্বির হোসাইন বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

জেগে ওঠো বাংলাদেশ বলেছেন: kivaby

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

মো:সাব্বির হোসাইন বলেছেন: "জেগে ওঠো বাংলাদেশ " আপনাকে বলছি: আপনি এই মুহূর্তে ব্লগে কিছু পোস্ট করতে পারবেন না। আপনাকে তিন দিন পর্যবেক্ষণ এ রেখেছে সামুর মোডারেটর ।তিনদিন পর আপনি ব্লগে আপনার লেখা পোস্ট করতে পারবেন।

ধন্যবাদ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

জেগে ওঠো বাংলাদেশ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।.... "মোঃ সাব্বির হোসাইন"

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়ু।:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাইটি, মাঝে মাঝে তুমি ব্লগে আইয়ু

শুভেচ্ছা নিবেন মি. রহমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.