নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

রাতের স্যুপ

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

হা হা ব্যাপারখানা
সত্যি অপরূপ
তুমি যখন কথা বল
আমি থাকি চুপ।

ঘরে এসে গভীর রাতে
বন্ধু এবং নেশার সাথে
আদেশ পেলেই পাঁচ মিনিটে
বানিয়ে ফেলি স্যুপ।

গভীর ঘোমে আবোল-তাবোল
স্বপ্নে আমায় ডাকলে কেবল
ধড়ফড়িয়ে উঠেই আমি
দেখি তোমার রূপ!

আদর করে দুটি কথা
ভেঙ্গে দিলাম নীরবতা
মোচড় দিয়ে উঠেই তুমি
বললে আমায়, চুপ।

অনাদরে গভীর রাতে
ঠাণ্ডা হলো স্যুপ!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহ সুপ নিয়ে মজার কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমারও ভাল লাগল।

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! কি দারুণ অর্থবহ ছড়া।
অনেক উপেক্ষিত স্ত্রীর প্রতিবিম্ব এই ছড়া। অনেকদিন পর একটা ভালো ছড়া পড়লাম।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভেচ্ছা নিন।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আরেকটু মাথা খাটিয়ে পরিশ্রম করলে ছড়াটা আরও বড় করা যেতো। এতো দারুণ একটা থিম নিয়ে এতো ছোট লেখায় শেষ করা আমার মতে মহা অন্যায়। অনুমতি দিলে আমি একটু যোগ করার চেষ্টা করতে পারি!

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: যোগ নয় পুরো একটা ছড়া লিখে ফেলুন।
আপনার ছড়াটি পড়ার অপেক্ষায় রইলাম।
ভাল থাকবেন।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আগের মন্তব্যটি করার পর আমি হুট করে ভাবলাম যে, আপনি কিছু মনে করলেন কিনা বা এভাবে বলা আমার ঠিক হলো কিনা। পরে ভাবলাম ব্লগারেরা সবাই আমরাতো আসলে একই পরিবারের মতো আপনজন। আর আপনার প্রতি উত্তরে ভয়টা কেটে গেলো।

দেখুনতো কেমন হয়েছে, ভুলত্রুটি মার্জনীয়।


হা হা ব্যাপারখানা
সত্যি অপরূপ
তুমি যখন কথা বল
আমি থাকি চুপ।

সারাটা দিন ব্যস্ত কাজে
চিন্তা যতো আজেবাজে
কথার চলে মাঝেমাঝে
খোটাও দাও খুব!

দুই মেরুতে দিনটা কাটে
তুমি হাটে আমি খাটে
হৃদয় মাঝে রক্তক্ষরণ
ফোঁটায় ফোঁটায় টুপ।

ঘরে এসে গভীর রাতে
বন্ধু এবং নেশার সাথে
আদেশ পেলেই পাঁচ মিনিটে
বানিয়ে ফেলি স্যুপ।

গভীর ঘোমে আবোল-তাবোল
স্বপ্নে আমায় ডাকলে কেবল
ধড়ফড়িয়ে উঠেই আমি
দেখি তোমার রূপ!

আদর করে দুটি কথা
ভেঙ্গে দিলাম নীরবতা
মোচড় দিয়ে উঠেই তুমি
বললে আমায়, চুপ।

হাত পড়েনা তোমার হাতে
তোমার করা উপেক্ষাতে
অনাদরে গভীর রাতে
ঠাণ্ডা হলো স্যুপ!!

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ! সত্যিই খুব সুন্দর লিখেছেন।
ধন্যবাদ দিয়ে আর ছোট করব না।
ভালো থাকবেন।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ধ্রুবক আলো বলেছেন: স্যুপ নিয়ে মজার কবিতা ভালো লাগলো

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.