নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দুইটা শিশু

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১


সেই যে কখন মা গিয়েছে কাজে
আসবে কখন?
দুপুরবেলা, একটা যখন বাজে।

লেজটা নেড়ে একলা একা কেমন করে খাস?
তুই তো দেখি খেতে পারিস, মাঠের কচি ঘাস।
ছাগলছানা ওলান থেকে সরিয়ে নিল মুখ
মা-ছাগলের দুধ খেয়ে সে পেল অনেক সুখ।

কে যে গরিব, কে যে ধনী, কে যে কখন সেরা
ভাবনাগুলো মনের ভেতর করছে ঘোরাফেরা।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ধনী, রওশ এরশাদ ধনী, সাজেদা চৌধুরী ধনী, শেখ হাসিনা ধনী, ড: কামালের মেয়ে ধনী; সেজন্য আমাদের আছে ৪০ লাখ গার্মেন্টস মেয়ে কর্মী

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: দিলেন তো ভাই রাজনীতি ঢুকাইয়া।
আমি আবার এতসব বুঝি না।
ধন্যবাদ নিন।

২| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ধনী, রওশ এরশাদ ধনী, সাজেদা চৌধুরী ধনী, শেখ হাসিনা ধনী, ড: কামালের মেয়ে ধনী; সেজন্য আমাদের আছে ৪০ লাখ গার্মেন্টস মেয়ে কর্মী

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: একই পথের যাত্রী।
শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটা সত্যিই অসাধারণ। কবিতা ভালো হয়েছে।


ধন্যবাদ ভাই বি এম বরকতউল্লাহ।

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে ঢুকেই আপনার গল্পের সন্ধান করি। নতুন গল্প।
আপনার সব গল্প আমার পড়া শেষ।
আপনি লিখুন।

আপনার কোনো বই থাকলে জানাবেন।

৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:০০

rezaul827 বলেছেন: অসাধারণ

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১৫

জগতারন বলেছেন:
ছবিটি সত্যিই খুব আবেদনময়ি যে এছবিটি উঠায়েছে তাকে বলতেই হয়-
'সে ছবি উঠানোয় খুবই পারদর্শী'
তবে কবিতাও খুব ভালো লাগলো, কবির প্রতি অভিন্দন রহিল।

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবিটি আমি তুলিনি। কে তুলেছেন তাও জানি না।
ধন্যবাদ রইল।

৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১৭

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর ছড়া কাব্য।

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।

৭| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লাগা রইল।


মানুষ মানুষ নামেই পরিচিত হোক সবার কাছে,
উঁচু নিচু ধনী গরীব জাতিভেদ সবই যাক ভুলে।

শুভকামনা রইল ভাই।

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর বলেছেন। আনন্দিত হলাম।
আমার শুভেচ্ছা নিন।

৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩৭

ওমেরা বলেছেন: ছবিটা অপূর্ব সুন্দর লেগেছে ধন্যবাদ ।

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৬

নাগরিক কবি বলেছেন: কখনো কখনো অল্প কিছু কথা, মনে অনেক বড় দাগ কাটে। +

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যি কথাটা বলেছেন ভাই। অনেক ধন্যবাদ।

১০| ০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৩০

রাজিব হোসেন পানি বলেছেন: খুব ভালো হয়েছে ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.