নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মা যখন বুড়ি

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০৮

কেউ জানে না কোথায় থাকে তারা
বুড়ির খবর লয় না এখন কেহ
নিজের জীবন নিজেই চালায় টেনে
ধণুকবাঁকা হয়েছে তাঁর দেহ।

একলা ঘরে আপন মনে কেঁদে ভাসায় বুক
খুঁজে বেড়ায় শূণ্য ঘরে হারিয়ে যাওয়া সুখ
সুখ আসে না দুঃখ এসে নিত্য করে খেলা
কী অপরাধ কেন যে তাঁর এমন অবহেলা!

ছবি: প্রতিকী

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৬

জি এম মুজাহীদুল ইসলাম বলেছেন: লেখাটি সুন্দর হয়েছে প্রিয়

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

২| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


কমপক্ষে হওয়ার দরকার, " মা যখন বয়োবৃদ্ধা "

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: মাকে বুড়ি মনে করলেই এমনটি ঘটে, ছড়ার ভাষাও তাই।
ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৩| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


একলা ঘরে আপন মনে কেঁদে ভাসায় বুক
খুঁজে বেড়ায় শূণ্য ঘরে হারিয়ে যাওয়া সুখ
সুখ আসে না দুঃখ এসে নিত্য করে খেলা
কী অপরাধ কেন যে তাঁর এমন অবহেলা!"-- অসাধারণ ভালো লাগা

অনেক মা নীরবে প্রতিনিয়ত বুক ভাসিয়ে যাচ্ছে চোখের জলে, না পারছে বলতে ,না পারে সইতে !! তাঁদের কষ্টের আত্মা অতৃপ্ত থেকেই বিদায় নেয় পৃথিবী থেকে !! যতো সুখেই থাকুক ,ছবির বৃদ্ধা মা'টির রান্নাঘরে রান্নাকরার কথা ছিল না ! তাকে কষ্ট চেপেই অসাধ্য সাধন করতে হচ্ছে !! আল্লাহ্ তাঁদের প্রতি সদয় হোক। সকল মা'কে শেষ বেলাটুকু শান্তি দিক। সন্তানের বুকে জেগে থাকুক মায়ের প্রতি ভালোবাসার চন্দ্র পূর্ণিমা হয়ে।

কবি ভাইয়ের প্রতি শ্রদ্ধা আর শুভকামনা সবসময়।

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: নয়ন ভাই, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আসলে মায়ের প্রতি সকল সন্তানের এবং সন্তানের প্রতি সকল মায়ের ভালবাসা কিন্তু এক নয়।
অনেক মা আছেন যারা সন্তান ফেলে চলে গেছে অনেক সন্তানও এমন আছে যারা মাকে দেখভাল করে না। এগুলো প্রকৃতির নিয়ম যা থেকে মানুষ শিক্ষা নিতে পারে।
আপনাকে অশেষ ধন্যবাদ।

৪| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:২৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, এবং খুবই কষ্টের

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধ্রুবক ভাই আপনার মন্তব্য প্রায়ই পাই। এবং অনেক উৎসাহ বোধ করি। অনেক শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.