নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দুষ্টু ছেলের দল

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৪

ওরা গাঁয়ের দুঃসাহসী দস্যু মতন ছেলে
কোনো কিছু যায় না করা ওদের পিছে ফেলে।
দাওয়াত ছাড়া বিয়েবাড়ি পেলেট নিয়ে বসা
নেংটা-পুটু উদোম-বাদুম কী যে আজব দশা।

অনুষ্ঠানের ফুট ফর্মাস ওরাই করে নিজে
রোদে পুড়ে বেড়ায় তারা জলে ডাঙায় ভিজে।
বিয়েবাড়ির আনন্দ হাসি মাতিয়ে রাখে তারা
বাজির পরে বাজি ফুটায় পুরাই দিশেহারা।

উঁচু গাছের ফল পেকেছে আনতে হবে পেড়ে
মাছ ধরব পুকুর থেকে জাল ফেলবে কে রে?
ডাক দিলেই দস্যুগুলি আসবে দ্রুত ছুটে
গাছের ফল পানির মাছ আনবে ওরা লুটে।

স্বপ্ন ওদের আকাশ সমান কল্পনা দেয় ডানা
নিত্য ওদের চিত্তমাঝে ভাবনারা দেয় হানা!

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:










গ্রাম বাংলার এই চিরন্তন দৃশ্য গুলো আজ হারিয়ে যাবার পথে! আপনি খুব সুন্দর করে হৃদয়ের দুয়ার খুলে কবিতায় এই দস্যুদলের ছবি এঁকেছেন! আপনাকে ধন্যবাদ কবি!

২| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। এই দুরন্তপনা দিনে দিনে হারিয়ে যাচ্ছে।
অথচ এগুলোই সমাজের স্বাস্থ্য।
আপনাকে ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২

শূন্যনীড় বলেছেন: দারুণ তুলে ধরেছেন গ্রামের দামাল ছেলেদের। ++++

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: দামাল ছেলের দল।
ধন্যবাদ।

৪| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই ।

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ফুটিয়ে তুলেছেন প্রিয় কবি। মুগ্ধতা রইল।

শুভকামনা সবসময়।

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল আমারও।
আমার শুভেচ্ছা নিন।

৬| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

জগতারন বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ফুটিয়ে তুলেছেন প্রিয় কবি। মুগ্ধতা রইল।

শুভকামনা সবসময়
সহমত!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.