নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মাটির মায়া

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

তার কেউ নেই। সর্বহারা। দিগন্ত ছুঁয়েছে পানি
ছিল তার সব। ছিল কলরব। ছায়ার আঁচলখানি।
মানুষ গিয়েছে গহীন বনে। পাহাড়ে লুকায় পাখি
চারদিকে তার থই থই পানি। ছল ছল দুই আঁখি।

আকাশ থেকে গভীর রাতে নামল মেঘের মেয়ে
অভয় দিল আদর করে একলা একা পেয়ে।
পরি এসে পাখা দিয়ে বলল তাকে, চলো
মা মাটিকে তুচ্ছ করে কোথায় যাব বলো!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো মোটামুটি।

শুভকামনা আপনার জন্য।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই।

২| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ওনেক দিন ধরে কবিতা লিখি না। আজ একটা কবিতা লিখব।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ইচ্ছা করলেই লিখতে পারেন। আপনার ভেতরে সাহিত্য ও কবিত্ব আছে।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাখি দ্বারা বুঝিয়ে দিয়েছেন মা মাটি আর দেশপ্রেম। চমৎকার বিষয়ের নির্দেশনা কবিতায়।

শুভেচ্ছা আবারো প্রিয় কবি'র জন্য

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই ধরেছেন। আমার শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.