নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ক্ষত

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

কতটুকু আর এতটুকু মেয়ে তার ছোটো ছোটো হাতে
খুটিনাটি যতো কাজ করে সে ভাত বেড়ে দেয় পাতে।
চাওয়াটুকু তার খুব বড়ো নয় পেট ভরে ভাত খাওয়া
এই অসহায় মেয়েটুকু চায় কোনো মতে দিন যাওয়া।

বিশাল প্রাসাদে এক দলা দুখ রয়ে রয়ে কেঁদে মরে
কত ভাংচুর সারা গায়ে তার প্রতিদিন কিল চড়ে।
দাস দাসীদের কষ্ট যাতনা সেই কবে হলো গত
এ যুগের দাসী সাবিনার গা নির্মম ক্ষত বিক্ষত।

তাকে নিয়ে কত কথা ও কবিতা এবং নানান ফিচার
জাগ্রত হোক মানবতা আর সাবিনা পাক বিচার।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



এসব কিশোরীরা আজকে বাংলাদেশের ১১ লাখ পরিবারকে চালিয়ে নিচ্ছে; স্বাস্হ্যবান ২৫ বছরের গৃহবধু সকাল ১০টা অবধি চিৎ হয়ে শুয়ে থাকে।

২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬

জুন বলেছেন: ব্লগে ঢুকতেই মর্মান্তিক ছবিটিতে চোখ আটকে গেলো । আমরা কি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি !

৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অমানুষরা ধ্বংস হোক। উহ! কী কষ্টের ছবি।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: বিএম বরকতউল্লাহ ,




অমানবিক । এ ক্ষত সমাজের ।

৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় এরকম একটি শিশুকে দত্তক নেই । কিন্তু ভয় হয় যদি ঠিক ভাবে লালন পালন করতে না পারি। এও জানি পৃথিবী আমাদের মত ভীতুদের জন্য নয়।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ংকর!!!!!!!!!

তাদের ঘরেও ছেলে-মেয়ে থাকে!!! কিভাবে পারে????

জাগ্রত হোক মানবতা আর সাবিনা পাক বিচার।

৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২

রাবেয়া রাহীম বলেছেন: তাকে নিয়ে কত কথা ও কবিতা এবং নানান ফিচার
জাগ্রত হোক মানবতা আর সাবিনা পাক বিচার।


এই বিষয়ে আরও লেখা উচিত । আদালতে তার বিচার হয়ত হবেনা কিন্তু এভাবে তার ছবিসহ নিউজ করে সামাজ কে জানিয়ে কিছুটা মন হাল্কা তো আমরা সকলে করতেই পারি।

লেখা ভাল হয়েছে। অনেক ধন্যবাদ।

৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

নাগরিক কবি বলেছেন: ঘণা আসে নিজের উপর যখন চিন্তা করি আমি এই সমাজের একজন

৯| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯

পোটলা ভরা জল বলেছেন: ভাষা হারিয়ে ফেলাম কি বলব ওরা কি মানুষ

১০| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭

আলগা কপাল বলেছেন: মহিলাটিকে পেলে আদর করে দুটো চড় দিতাম। তিন+ছয়দিন শোনা+চিবোনো বন্ধ।

১১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সেই মহিলাকে ক্ষমা করে দেওয়া হোক। তার পেটে বাচ্চা।
সে তার ভুল বুঝতে পেরেছে। বাকি জীবনে হয়তো আর এই রকম কাজ করবে না।

১২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি। বড়ই কষ্ট লাগে যখন এই মেয়েটিকে দেখি! মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু বিবেকবোধ সেই বর্বর আমলের দিকে এগুচ্ছে!!
সেই নাগিনী মহিলার ফাঁসি দেওয়া উচিৎ

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: যথাসময়ে আপনাদের মূল্যবান মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে না পারায় আমি লজ্জিত ও দুঃখিত।
আপনাদের সহানুভূতি ও সাহস আমাকে আরো আত্নপ্রত্যয়ী করে তুলেছে।
শুভেচ্ছা রইল।

১৪| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৩

তানুন ইসলাম বলেছেন: আমরা কবে মানুষ হবো ?আমাদের সমাজে প্রতিদিন এমন ঘটনা ঘটে ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.