নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ভাই-বোন

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

তোকে আমি কী করেছি খামচি দিলি ক্যান?
এটা আমি একাই খাব বলবি না দেন, দেন।
সেদিন তোকে দেইনি বুঝি ছোলা মাখা মুড়ি
দোকান থেকে দেইনি এনে গরম কিমা পুরি?

এখন তবে দেসনা কেনো একলা খাবি নিজে?
টের পাবি তুই একটু পরে করুম আমি কী যে!
ওড়না কামিজ আলনা থেকে পায়ের নিচে ডলে
টেনে ছিঁড়ে জুতাে মোজা ফেলছে খাটের তলে।

ছিঁড়িস না তুই সোনা জাদু লক্ষ্মী প্রিয় ভাই
তোরচে ভালো এই জগতে একটি ছেলে নাই।
গাল ফুলিয়ে বোনের পিঠে বসিয়ে দুটি কিল
নেয় ছিনিয়ে খাবার প‌্যাকেট দুষ্টু ভুবন চিল!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল লেগেছে ভাইয়া।

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।

২| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: ভাল লাগল

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।

৩| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা একদম সত্য কথাই বলেছেন, আমি সেই ছোট্ট বেলা থেকে ঘুরে এলাম।
দারুণ হয়েছে কবিতা, গ্রেট

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: একেবারে শিশুতোষ ছড়া। আপনার ভাল লাগায় আমি আনন্দিত।

৪| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এমনটি আমিও করেছি আমার বড় ভাইয়ের সাথে, অনেক ভাঙতাম ছোট সময়।

আপনার কবিতা আমাকে সেইসব স্মৃতি মনে করিয়ে দিল আবারো, শুভেচ্ছা জানবেন ভাই।

৫| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: দুরন্ত শিশুরা এমনই করে থাকে। আপনিও দুরন্ত দুর্বার ছিলেন হয়তো। তাই মনে ধরেছে আপনার।
ভাল থাকবেন।

৬| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪

তারেক ফাহিম বলেছেন: গ্রেট কবিতা, ক্ষনিকের জন্য পিছন থেকে বেড়িয়ে এলাম।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমরা বোধ হয় এভাবেই লেগে যেতাম, তাই না?
আহারে শিশুবেলা!!

৭| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫

মিঃ মটু বলেছেন: ভালো লাগলো ছোটবেলার কবিতা পড়ে, শুভেচ্ছা

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত আপনার ভাল লাগায়।
শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.