নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কার কত চাওয়া

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

ঘুষ খেয়ে হুঁশ নেই লারে লারে লাপ্পা
তাল নেই বেতালে দুদকের থাপ্পা।
চেহারাটা রোশনাই তিনি বড় কর্তা
খপ্পরে পড়ে তার কত লোক ভর্তা!

কত টাকা লাগে তোর কত বাড়ি গাড়ি
কতটুকু জমি লাগে কয়খানা নারী!
কত বড় অফিসের কত বড় বস
কতটুকু হলে পরে বলবিরে ব্যস্।

ধন মান চাকরিটা সব যাবে চলে
জেলখানা গারদে যাবি পচে গলে
ঘুষ খেয়ে যা-কিছু করে গেলি জমা
ইহ আর পরকালে পাবিনারে ক্ষমা!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

মোস্তফা সোহেল বলেছেন: ঘুস খোরেরা পরকালে বিশ্বাস করে? করলে ঘুষ খেত না।

২| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

মিঃ মটু বলেছেন: অনেক ভালো লাগলো এবারো +++++

৩| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৭

জনতার আদালত বলেছেন: অনেক ভালো লাগলো আপনার কবিতা

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫০

নাবিক সিনবাদ বলেছেন: ঘুষ খেয়ে যা-কিছু করে গেলি জমা
ইহ আর পরকালে পাবিনারে ক্ষমা!



এই কথাটা ঘুষখোরদের বিবেকে কখনোই আসেনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.