নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সাদা বক শিকারী

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

ধান খেতের সরু আলে কচি কচি ঘাসে
সাদা ফুল হেলে দুলে তারার মত হাসে
সাদা রং বক এসে খায় মাছ পোকা
এই দেখে মহাখুশি আমাদের খোকা।

কাঁধে নিয়ে বন্দুক আসে এক সাব
খুব বড় শিকারী এই তার ভাব
চুপচাপ গিয়ে সে ঠুস করে ঠিক
পাখা মেলে বকগুলো ছোটে চারিদিক।

পড়ে থাকে এক বক লালে লালে লাল
ছুটে যায় শিকারী তার কী যে হাল।
কাছে যেতে সাদা বকে দেয় জোরে ঠোক
কাঁদে কেনো শিকারী? কানা হলো চোখ!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ছড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.