নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নিজেদের ক্ষৎ

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

বৃষ্টির পানি এসে ঢেউ খেলে যায়
শহরটা নদী হয় ডোবে পথঘাট
চিৎকারে মানুষেরা করে হায় হায়
পানি এসে ঘরে ঢুকে ডুবিয়েছে খাট।

পানিগুলি একা নয় আসে আরো কিছু
রোগে-শোকে ময়লাতে বড় বেশামাল
চিকন আর ডেঙ্গুরা ছাড়ে না পিছু
গ্যাস-পানি ডিস্টার্ব খাবারে আকাল।

পানি বলে যাব কই পাইনারে পথ
ভূত এসে ড্রেন খাল ফেলেছে ভরে
তোমরাই সারাবে তোমাদের ক্ষৎ
তা-না হলে বন্দি থাকো নিজ ঘরে।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন।
সত্যিই দুর্ভোগ চরমে দেখা যাচ্চ্ছে ছবিতে।

২| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



পানি ঢাকাবাসীর পাপ ও শাপ মোচন করে দিচ্ছে!

৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

প্রোলার্ড বলেছেন: নদীগুলো দখল না হলে আর ড্রেইনেজ সিস্টেম ভালভাবে মেইনটেইন করলে এই সমস্যা দেখতে হত না। সমস্যা করে বড় মানুষেরা , সাফার করে ছোট মানুষেরা।

৪| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: এই শহরে প্রতিদিন অফিসের কাজে আমাকে অনেক কষ্ট করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.