নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

চাচাকাহিনি...

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

গেরাম থেকে এলেন সুফির বাপে
বলল আমি আইলাম যে বাপ তোমার চাচির চাপে।
কাডোল পাইক্কা ফাডা ফাডা
কাডোল বিচি চেপার গাডা
দিয়া আসেন জলদী কইরা খাইবনে ছোড বাপে।

কই যে আইলাম কইতারি না শহর দেহি ফাঁকা
পানির তলে রাস্তা ঘাট ঢেউ খেলছে খা খা
ডাইক্কা ডুইক্কা পাইনা কিছু কাডোল নিয়া হাঁটা
ডাইনে যাই বায়ে যাই মইধ্যে মইধ্যে গাতা।

উষ্টা খাইয়া পইরা গেলাম গাতার ভিতর ঠ্যাং
কাডোল লইয়া বাসাত আইলাম ডেঙর ডেঙর ড্যাং।

সোফায় বসে বলল চাচা,
গুয়ে মুতের পানির লগে থাহার কাম নাই
বাড়িত গেলে বালা থাকবা চল বাড়ি যাই।
ভাবছি যখন চাচার সাথে চলেই যাব বাড়ি
তরতরিয়ে নেৌকা চলে রোডেতে নাই গাড়ি!!



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: একদম চলতি ভাষায় লিখেছেন। আমি তো এই রকম করে কথা বলি।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আরে বলেন কি! জেনে ভালই লাগছে।
ধন্যবাদ।

২| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯

বারাক ওসামা বিন পুতিন বলেছেন: গুয়ে মুতের পানি হল সকল রোগের যম।
নেতা ফেতা দের সকাল বিকাল দুই গ্লাস করে এই পানি খাওয়াতে হবে।
তাহলে তাদের ফাপরবাজি বন্ধ হবে.।।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা। তবুও আমাদের এসব নিয়েই বেঁচে থাকতে হয়।
আমাদের দুর্নীতি আছে। আর আছে সীমাবদ্ধতা।
কিন্তু সদিচ্ছা ও সততার অভাব রয়েছে প্রচুর।
এগুলো কাটিয়ে উঠতে পারলে আমরা এ অবস্থা থেকে মুক্তি পেতাম।
শুভকামনা।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

তারেক ফাহিম বলেছেন: কাডল খাইলেন?? দাদা

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: না দাদা কাডোল খাইলাম।
হাহহা।
ধন্যবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন কবি ভাই, ছন্দে ছন্দে বর্তমান পরিস্থিতির জানান ভালোই দিয়েছেন।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.