নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নব্য অভিজাত!!

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

সিসার ধোঁয়া টানবি কে কে আয়রে ছুটে বারে
ঘুরছে টেবিল উড়ছে ধোঁয়া দুলছে দুয়ে চারে।
আছে, জোড়ায় জোড়ায় বসার আয়োজন
যা চাবি তুই পেয়ে যাবি যখন প্রয়োজন।

শরাব পানে এঁকেবেঁকে পড়বে যখন হেলে
পরি এসে নরম করে তুলবে তোকে ঠেলে।
হা করবি, মুখের উপর সুরার বোতল ঢেলে
হেঁচকা টানে বুকের উপর রাখবে যখন ফেলে;

নেশার ঘোরে উদুম বাদুম ঢেউ খেলে যায় রঙ
চারটে পায়ের কারসাজিতে নানা রকম ঢঙ
তোরা সুরার বাটি মুখে নিয়ে দে কাটিয়ে রাত
নইলে জাতি কেমনে চিনে কেমন অভিজাত!


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

কিছু বলার বাকি বলেছেন: একটি দেশের সামাজিক মেরুদন্ড হিসাবে মধ্যবিত্তদেরই বিবেচনা করা হয় । যে দেশে যত বেশী মধ্যবিত্ত সে দেশ ততবেশী সাহিত্যে, সংস্কতিতে, মননে এগিয়ে । সেই দেশের মানুষের আবেগ, ভালবাসা ও নৈতিকতা তত বেশী ভাল ।আশেপাশে খোজ করুন সবাই রাতারাতি উচ্চবিত্ত বা ধনী হতে চায় যে কোন পন্হায় । নৈতিকতা, সামাজিকতা, আবেগ ও মানুষের প্রতি ভালবাসা কিছুদিন পর বইয়ের সৃজনশীল অধ্যায়ে সংযোজিত হবে ।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি বিষয়টা খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন।
আসলে মধ্যবিত্তরাই সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যকে লালন করে।
উচ্চ অথবা নিচুতে এগুলো জীবন পায় না।
শুভ কামনা।

২| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার কবিতা।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.