নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অন্ধ মা ও জোনাকপোকা

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

অন্ধ মায়ের চোখের আলো ফিরিয়ে দিবে কেরে
কিশোর ছেলের দুঃখ ব্যথা স্বপ্ন হয়ে ফেরে।
চাঁদের আলো জোছনা কি ভাই দেবে তোমার আলো?
সুয্যি মামা রোদের কণা দিলেই হতো ভালো।

কেউ দিল না কেউ দিল না ফিরে এলাম শেষে
অন্ধকারে জোনাক পোকা উঠল তখন হেসে।
ছুটে গেলাম বনের ধারে জোনাক পোকার কাছে
আলো জ্বেলে উড়ে উড়ে উঠল পোকা গাছে।

ভাইটি আমার একটু আলো দেসনা আমার মাকে
দেখ না চেয়ে অন্ধ মা-টি ঘরের কোনায় থাকে।
চোখের আলো দিলে আমায় দেখতো পরাণ ভরে
দেসনারে ভাই একটু আলো যাই নিয়ে আজ ঘরে।

আমার হাতে একটু আলো দিল জোনাক পোকা
সেই আলোতে দৃষ্টি পেয়ে ডাক দিল মা, খোকা।
জোনাকপোকার আলোয় যখন মায়ের ভুবন ভরা
আলো আলো আলো আমার আলোয় বসুন্ধরা।









মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

ধুতরার ফুল বলেছেন: স্যার, আপনার লেখা বই প্রকাশিত হয়েছে গত মেলায়??

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: জি, এ যাবৎ আমার ১৩টি বই প্রকাশিত হয়েছে। এবারও আসবে কয়েকটি বই।
আমার বই পাবেন, পঙ্খিরাজ পাবলিকেশন, সাহস পাবলিকেশন, পাঞ্জেরি পাবলিকেশন, ঝিঙেফুল পাবলিকেশন, শিশুবেলা পাবলিকেশন এ।
আমি মূলত গল্প ও উপন্যাস লিখি। ব্লগে ও ফেসবুকে আমি ছড়া লিখি বেশি।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! অনেক সুন্দর হয়েছে কবি ভাই। মুগ্ধতা আপনার ছড়া কবিতায়। একটি পরিপূর্ণ কবিতা উপহার দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে গেলাম প্রিয় কবি ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগায় আমি অনেক খুশি।
শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.