নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বর্ষার বিরুদ্ধে শরতের মামলা

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

বর্ষার বিরুদ্ধে শরৎ ঋতু, মামলা দিয়েছে ঠুকে
অভিযোগ তার বর্ষা ঋতু, সাজানো বাগানে ঢুকে-

সবকিছু সে তছনছ করে
ক্রুদ্ধ ষাঁড়ের মত
যখন তখন আসবিনা তুই
নিষেধ করেছি শত।

অথচ সেই বর্ষাকাল
পেরিয়ে গেছে কবে
শরতের কালে গোঁয়ার বর্ষা
আসবে কেন তবে?

আমার সাজানো বাগান বর্ষা
করেছে লণ্ডভণ্ড
সবকিছু শুনে বসন্তরাজ
বর্ষাকে দেয় দণ্ড।

দণ্ড খেয়ে বর্ষা এখন
সুযোগ পেলেই ধমকায়
শান্ত শরৎ গর্জন শুনে
ভয়েতে পিলে চমকায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল করেছ। বর্ষা মৌসুমের বার বেড়েছে। পাটগ্রামে লাগাতার বৃষ্টি । এটা বর্ষার অনধিকার প্রবেশ। ;)

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন কবি ভাই। বর্ষার ঝরঝরানি আর ভাল লাগে না। এবার ওর থামা উচিত।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। ঋতুদের বাদবিতণ্ডায় খুব মজা পেলাম। ছড়া বরাবরের মতোই সরস।

আজ সকালে যে বর্ষণ হলো, মনে হয়েছিল আর থামবেই না :)

এই যে একটা গান দিলাম :)

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

এম আর তালুকদার বলেছেন: চমৎকার। আপনার কবিতা জীবন্ত মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.