নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

পথহারাদের দল

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫



ওরা, সব হারিয়ে পড়ে থাকে বস্তি এবং ড্রেনে
ওরা নেশার ঘোরে রশি বেঁধে, চাঁদকে নামায় টেনে।
ওরা, চাঁদের সাথে কথা বলে কষ্ট ভুলে থাকে
বাপের দেখা পায়নি ওরা অকালে হারায় মাকে।

নেশা করে বুঁদ হয়ে যায় পেশা তাদের অন্য
কী করেছে সভ্য সমাজ এই শিশুদের জন্য।
পথের শিশু পথে থাকে তবু হারায় পথ
ওদের নিয়ে আসুন গড়ি তীব্র জনমত!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: দারুণসত্য তুলে ধরেছে আপনার কবিতায়, ওদের পাশে আমাদের দরদী মন নিয়ে এগিয়ে আসা উচিৎ

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। আমি ব্যক্তিগত ভাবে কিছু করে থাকি। সেটা উল্লেখযোগ্য কিছু নয়।
শহরের অলিগলিতে হাজারো এমন শিশু ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের উচিৎ এদের জন্য
দ্রু পদক্ষেপ নেয়া।
ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:১২

আবু আফিয়া বলেছেন: এসব পথহারা শিশুদের দেখলে আসলেই খারাপ লাগে। তাদের জন্য আমাদের সবার কিছু করা দরকার। আমার মাধ্যমে যদি একজনকেও আলোর দিকে নিয়ে আসতে পারি সেটাই বড় পাওয়া।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই বয়সে ওরা যে স্বপ্ন দেখে সেটা ভয়াবহ রকমের দুঃস্বপ্ন।
আমাদের উচিৎ সরকারের সাথে মিলে একটা কিছু করা।
শুভেচ্ছা।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: দেশ উন্ন্যনের মহাসড়কে অথচ ওদের কোনো উন্নতি নেই।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: এটাই বাস্তবতা!
ধন্যবাদ।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


এগুলো শেখ ও জিয়া জেনারেশন

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা!!

৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী করেছে সভ্য সমাজ এই শিশুদের জন্য? X(

আপনার অধিকাংশ লেখা প্রান্তিক মানুষদের নিয়ে কেন?
কারনটা কী জানতে পারি।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: বিশেষ কোন কারণ নেই।
একজন লেখক হিসেবে কয়েক লাইনের ছড়ায়
কিম্বা গল্পের শরীরে মানুষের সুখ দুখ হাসি কান্নার কথা
বলে যেতে চাই।
এতে পাঠকের হৃদয় কিছুটা স্পর্শ করলে আমি আনন্দ পাই।
শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.