নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

যে কবিতার নাম নেই

১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আপন নিয়মে চলছে জগৎ
দেখে না এই দৃশ্য!
সুখ-দুখ আর আবেগ-যন্ত্রণা
বহন করেছে বিশ্ব!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

আবু আফিয়া বলেছেন: শিশুদের এমন কষ্টকর কাজ করতে দেখলে কষ্ট হয়, অনেক কিছুই করার আছে আমাদের কিন্তু কিছুই করছি না। লেখককে ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনুভব করতে পেরেছেন, এটা কম নয়।
তবে ইচ্ছে করলে যে যার অবস্থান থেকে কিছু না কিছু করতে পারি।
ধন্যবাদ।

২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


সরকারের সবাই নিজের শিশু নিয়ে ব্যস্ত আছে; জাতি রবার্ট ক্লাইভদের হাতে আছে নিরাপদে

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: গাজী ভাইয়ের উচ্চমার্গীয় মন্তব্যে আমি মুগ্ধ!
শুভেচ্ছা নিবেন।

৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: এটা একটা ক্রাইম।ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন।আমার দেখা একটি বাচ্চা চায়ের দোকানে কাজ করে,একদিন চা খেতেখেতে প্রসঙ্গটা তুলতেই,কাকু আমি স্কুলে যাই।একটু টিফিন খাওয়ার লোভে দোকানে কাজ করি।দোকানদার অবশ্য তাকে টাকা দেওয়ার কথাটা সম্পূর্ণ অস্বীকার করেছিল।
যাইহোক,বাচ্চাকে খাটানো অপরাধ- এটাও প্রচার হওয়া দরকার।
এই দৃশ্যে কোন ধন্যবাদ দেবোনা।অন্যদিনের জন্য তোলা থাকলো।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার মন্তব্য পড়ে আমি আপ্লুত হলাম। আমরা ইচ্ছে করলেই এই অবস্থাটা বদলাতে পারি।
কারণ পৃথিবীটা তো আমরাই বদলে ফেলছি দিন দিন। এটাও পারব। উদ্যোগের দরকার।
সেটা বড় করে নয় ছোট একটা জায়গা থেকে ছোট একটা সমস্যা নিয়ে করা যায়।
অশেষ ধন্যবাদ।

৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০

নূর-ই-হাফসা বলেছেন: ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে ওদের কাজ করতে হয় । আর কিছু লোক বাচ্চা বলে তাদের খাটিয়ে নেয় কিন্তু মজুরি কম দিয়ে থাকেন ।
ভালো লাগলো লেখা টা

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন।
এটাও একটা নির্যাতন।
আসুন নিজ অবস্থান থেকে এদের জন্য কিছু একটা করি।
শুভেচ্ছা।

৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত ছোট ছড়া কেন?
বিএম বরকত ভাই,
মন্তব্যটা না করে
ক্যামনে ফিরে যাই?

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছোটোর ভেতরে বড়ো আছে তাই
লম্বা করিনি টেনে
লম্বা লেখা বিরক্তি আনে
ছুড়ে ফেলবেন ড্রেনে!!

শুভেচ্ছা নিজাম ভাই।

৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: আপনি এমন লিখেন আর এমন সব ছবি দেন, দেখে কষ্ট লাগে।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কষ্ট পেয়ে কষ্ট করে
করেন যদি ভালো
পালিয়ে যাবে কষ্টগুলো
ছড়িয়ে যাবে আলো।
ধন্যবাদ।

৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: ছবিটা দেখতে বুক ফেটে যাচ্ছে!

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: বুকটা থাকুক অটুট তবে
হাতটা কিছু নাড়ান
কষ্ট দেখে কষ্ট করে
তাদের পাশে দাঁড়ান।

৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সুশীলপনার আড়ালে এসব ভয়ানক সত্য
বক ধার্মিকেদের মিছে স্বপ্নের পরা-বাস্তব বাস্তবতা!
আমাদের মনুষত্বের মৃত্যুর সিলমোহর

বদলে যাক এমন কাল দিন- আসুক আলোকিত ভোর
মাথায় ইটের বদলে উঠুন হাতে বই

৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বদলে যাক এমন কাল দিন- আসুক আলোকিত ভোর
মাথায় ইটের বদলে উঠুন হাতে বই।
চমৎকার কথা বলেছেন ভৃগুদা।

১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

ঢাকার লোক বলেছেন: সত্যি ভাই,এ ছবির পর আর নামেরও দরকার পড়ে না, লেখার দরকার পড়ে না !

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: তাই নামের এই ছিরি!

স্বাগতম। ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.