নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ফেরিওয়ালা

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩


পিঠে নিয়েছে বোনকে তার
ডালা বেঁধেছে পেটে
সামনে পেছনে কষ্ট অযুৎ
চলছে তবুও হেঁটে।

ফেরি করে সে পান-সুপুরি
সকাল-বিকেল অষ্ট
ফেরি করে সে দুঃখ যাতনা
এবং নানান কষ্ট।

টাকার পাহাড় গড়েছ যারা
রেখো তোমরা স্মরণে
তোমাদের বোজা টেনে চলেছে
এতটা শিশুর চরণে!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রান্তিক মানুষদের প্রতি শ্রদ্ধা।

প্রথমে ভাবলাম এটা বাচ্চা ছেলে, কিন্তু লোকটার বয়স আছে।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: না ও শিশু।
প্রান্তিক মানুষের প্রতি আপনার অনুভূতি দেখে শ্রদ্ধা জানাই।
ভাল থাকবেন।

২| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা কোথা থেকে তোলা ভাই? সত্যিই বড় কষ্টের ছবি।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

শাহিন বিন রফিক বলেছেন: আপনার কবিতার ছবিগুলো বরাবর খুবই চমৎকার হয়। এগুলো আমাদের জাতি লজ্জা।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেউ গড়েছে টাকার পাহাড়
কেউ পায় না অন্ন
কেউ করছে অপচয় আর
কারো বা ছতিছন্ন।

শুভেচ্ছা।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: জীবনমুখী কবিকে ধন্যবাদ।আপনার অনুকরনে-
এই শিশুটি ফেরি করেনা,
শুধু যে পান সুপারি,
ফেরি করে যে মানবিকতা,
বিপন্ন আজ মহানগরী।
প্রতিদিন কত শিশু এভাবে,
খুঁজে বেড়ায় অন্ন,
দিনের শেষে হাঁপুস নয়নে,
বাড়ি ফেরে অবষণ্ণ।
শুভেচ্ছা নেবেন।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন। বড় ভাল লাগল।
লেখায় আর রেখায় যদি মানুষের বিবেককে জাগিয়েতোলা যায় তাহলেই লেখালেখির আনন্দ।
ভাল থাকবেন।

৫| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

আবু তালেব শেখ বলেছেন: আমাদের জাতির লজ্জা পাওয়া উচিৎ। এই শিশুটি তার প্রাপ্য অধিকার থেকে বণ্ঞিত হয়েছে। তারপর ও সে ভিক্ষা না করে বাপের ব্যাটার মত পান বিক্রি করে পেটের যোগান দিচ্ছে

৬| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর উপস্থাপনা। কাব্য-ভাবনা অসাধারণ।
বাস্তব জীবনের প্রতিচ্ছবি কবিতায় প্রতিফলিত হয়েছে।

কবিতাপাঠে মুগ্ধ ও অভিভূত হলাম। প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা রইল নিরন্তর ও সতত।
ভালো থাকুন সুস্থ থাকুন। সদা সর্বদা।
সাথে থাকুন, পাশে রাখুন।
অবিরাম অবিরত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.