নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গুরু!!

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

বুড়োর হাতে ব্যাট পড়েছে/এক বাড়িতে ছক্কা
বলটা ছোটে বুলেট হয়ে/লাগলে পাবে অক্কা।
ছেলেপুলের খেলা দেখে/ক্ষেপল বিষন বুড়ো
কী যে খেলিস হয় না কিছু/ধ্যাত্তেরিজা ধুরু!

ব্যাটের সামনে বল এলেই/ধুমধুমা ধুম বাড়ি
বল গেল কই, বল গিয়েছে/মাঠের সীমা ছাড়ি।
ব্যাটে-বলে ঝড় তুলেছেন/খেলার পাগল বুড়ো
বলল তাঁকে হাত তালিতে/ক্রিকেট খেলার গুরু!

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

শাহিন বিন রফিক বলেছেন: আমরা ক্রিকেট পাগল জাতি হয়ে যাচ্ছি!

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: শাহিন ভাই পাগল হওয়া খারাপ না, পাগলামিটাই খারাপ!
শুভেচ্ছা।

২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


ছড়াতে জোর আছে।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: জোরের দেকছেন কি? ধাক্কা মেরে ফেলে দেয়া যাবে না। হাঃ হাঃ
ভাল থাকবেন।

৩| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৫

মলাসইলমুইনা বলেছেন: কবিতা হয়েছে ভাই বড়ো পাক্কা
গুরুর ছবিতেই হয়ে গেছে ছক্কা !!

গুরুর একটু শানে নুযুল দিতেন | স্টেডিয়াম পেরুনো ছিয়াব্বুইগজি ছক্কাসম এই ছবিতো আর প্রত্যেক দিন তোলা যায় না?

৪| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
মন্তব্য পড়েই আপনার ওয়ালে গেলাম। কারণ সাহিত্যরসের গন্ধ পেয়েছি আমি। নাম পড়তে গিয়ে জিহ্বাটা উষ্টা খাইল দাদা।
ধন্যবাদ।

৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার লেখা ছানাপোনারারা গোগ্রাসে খায়।আমরাও ছানাপোনা হয়ে যাচ্ছি। ভালই লাগছে ছড়া! গাজী সাহেব ঠিকই বলেছেন। জোর আছে!

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: সকলের ভেতরেই একটি শিশু বাস করে। কারণ এ কালটা আমরা পার করে এসেছি।
তাই ছড়া বড়রাও পড়ে। একটি গল্পে যা বলা যায় একটি ছোট্ট ছড়ায় তা বলা যায় আনন্দের সাথে।
তাই সুযোগ পেলেই লিখি। আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ বোধ করছি। ধন্যবাদ।।

৬| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৬

আকিব হাসান জাভেদ বলেছেন: দাদা ভাই আমার হলো বুড়ো
হাতের চেয়ে মনের জোর
দেখবেন এখন শুরু ।
চার ছক্কা মারবে তেড়ে
ভারত বলবে
দে দাদা আমায় ছেড়ে দে।
দাদা ভাইদের দাদাগিরি আজ দেখবেন। বুড়ো হেয়েছে কিন্তুু জোর কমেনি। ছড়া পড়ে ছড়া করলাম। সব আপনার অনুপ্রেরণা ।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাসান ভাই আপনি ভাল লিখেন।
আশা করি আরো ভাল করতে পারবেন।
শুভেচ্ছা নিন।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৮| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মার ছক্কা হই হই,
আজবে মোরা জিতবই।

@৩. নাইমুল ইসলাম ভাই ব্লগের নক্ষত্র।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: জিতেই গেলাম। হাহহা।

৯| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

তারেক ফাহিম বলেছেন: বরাবরের চেয়ে একটু বড় হয়ে গেলো না দাদা?
ক্রিকেট ছড়ায় ভালো লাগা+

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: কালেভদ্রে বড় হয়ে যেতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.