নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কলুর বলদ

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১


কড় কড় কড় শব্দ তুলে/চলছে কলুর বলদ
ঘাম ঝরায়ে টানছে ঘানি/একটুও নেই গলদ।

ময়লা তেনার শক্ত বাঁধন/দৃষ্টি নিল কেড়ে
অন্ধ বোবা অবুঝ গরু/চলছে গতর ঝেড়ে।

ঘানির জোয়াল কাঁধে নিয়ে/ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে/উঠব দূরের বনে।

সরষেগুলো খৈল হয়ে যায়/কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ/কষ্টে কেঁদে ওঠে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শাহিন-৯৯ বলেছেন: প্রায় বিশ বছর আগে আমাদের পাশের গ্রামে দেখেছিলাম। এখন সম্ভবত কোথাও আর নাই এই পদদ্ধি।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। একটু স্মরণ করিয়ে দিলাম হারানো কষ্টের কষ্ট।

২| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

খালেদা শাম্মী বলেছেন: সেই ছোটবেলায় জেনেছিলাম এই ব্যবস্থার কথা। মনে করিয়ে দিলেন।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। পুরনো স্মৃতি আর কষ্ট!
ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহারে! বেচারা, বলদের জন্য কষ্ট হচ্ছে:(

এখন অবস্য গরুকে কষ্ট করতে হয় না, মেশিনেই সব কাজ হয়।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: কষ্ট ফুরোলো কিন্তু ইতিহাসটা রয়ে গেল এই যা।
ধন্যবাদ।

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২

আকতার আর হোসাইন বলেছেন:
না.. এখন তো যুগ বদলেছে...

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: যুগ বদলায় স্মৃতি বদলায় না।
শুভেচ্ছা রইল।

৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৩

ওমেরা বলেছেন: এখনো আছে সাভারের নামা বাজারে একটা। আমি আগে কখনো দেখিনি এবার যখন দেশে গিয়েছিলাম তখন একদিন সাভারের নামা বাজারে গিয়েছিলাম তখন দেখেছি।।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ঠিকই বলেছেন। এখনো আছে বিভিন্ন জায়গায়। না, একেবারে বিলুপ্ত হয়ে যায়নি এই ঘানি।
ধন্যবাদ।

৬| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


যারা গায়ের ঘাম ঝরিয়ে খায় আর
আম পাবলিক টানে ঘানি,
মধু খেয়ে কেটে পড়ে যতসব
ঐ তথাকথিত মানি।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।

৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪২

কাওসার_সিদ্দিকী বলেছেন: খুব ভাল লাগলো।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি খুশি হয়েছি ভাই।
শুভেচ্ছা রইল।

৮| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছন্দ মাখা কবিতা গুলো খুব চমৎকার হয় ।
কি সুন্দর ভাবে অল্পকথায় অনেক কিছু ফুটিয়ে তুলেন ।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক আনন্দ পেলাম।
ছড়ায় যা বলা যায় অন্য কোনো মাধ্যমে তা বলা কঠিন।
অল্পকথার গল্প আর কি!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.