নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর চিঠি

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

বন্ধু এখন সময় ভাল নারে
ছেলেমেয়ের মেজাজ বোঝা দায়
যা চেয়েছে তা দিয়েছি হেসে
এখন দেখি বশে আনা দায়।

নেটে নেটে হেঁটে বেড়ায় তারা
মোবাইল টিপে হচ্ছে দিশেহারা।
দিনে দিনে বদলে গেছে কথা বলার ধরণ
অদ্ভূতুড়ে ফ্যাশান মোশান করছে তারা বরণ

হাঁটা চলায় বলার ধরন বিদেশি বিদেশি ভাব
ব্যস্ত তারা জেগেও দেখে কল্পলোকের খাব।

খুব দ্রুতই বদলে যাচ্ছে ওদের রুচি ভাব
মনের ভেতর কেমন জানি বাড়ছে কেবল চাপ।
অর্থ কড়ি বাড়ি গাড়ি সবই আছে ঠিক
তবুও কিছু নেই...
লক্ষ্যবিহীন ছেলেমেয়ে ঘুরছে দিগ্বিবিদিক।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

শায়মা বলেছেন: কি আর করা ভাইয়া!!!


জেনারেশন গ্যাপ!!!!

এইভাবেই নিজেকে আপডেট করে তাদেরকেও কন্ট্রোল করার বুদ্ধি শিখে নিতে হবে।

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: করার আছে অনেক কিছু কিন্তু করছি না। এটা পরিবার থেকে রাস্ট্র অবধি করতে হবে। নইলে এর পচাপ আর তাপ ভোগ করতে হবে।

ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১

Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো। কি আর বলবো এটাই বাস্তবতা

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ভাল থাকুন।

৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল লাগল ভাইয়া।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভেচ্ছা নিন।

৪| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: কি আর করা যুগটাই এমন, সবাই মেতেছে স্মার্ট ফোনে
কেমনে করবেন বারন।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: বারণ করে লাভ নেই, স্বজাত্য বোধ জাগিয়ে তুলতে হবে।
ধন্যবাদ।

৫| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

আবু তালেব শেখ বলেছেন: ছেলেমেয়েদের কন্ট্রোলে রাখে বাবা মা।ঐশীর মত অবস্হা যেন না হয়

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। পরিবার থেকেই প্রথম শিক্ষাটা দিতে হবে।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.