নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শাড়ি

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

চলে গেল সে...
সঙ্গে নাকি নিয়েছে আলগা শাড়ি
যাক চলে যাক
দেখি কদিন থাকে বাপের বাড়ি!

ঘটনা কি!
মোবাইল ফোনে কয়না দেখি কথা!
কেমন জানি গোমট নীরবতা।
লোক পাঠিয়ে খবর নিলাম শেষে
যা শোনালো লোকটি ফিরে এসে-

উপুড় হয়ে খাটে পড়ে কেঁদে দিশা হারাই
যাকে দেখি তার দিকেই দুহাত তুলে বাড়াই
কী হয়েছে বলনা শুনি কীসের বাড়াবাড়ি?
আমার বউয়ের গায়ে নাকি দেখেছে লাল শাড়ি!!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

নীল মনি বলেছেন: দারুণ উপভোগ্য করে তুলেছেন লেখাটি। ভালো লাগল

২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার ভাল লাগায় আমি আনন্দিত।
শুভেচ্ছা রইল।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

সৈয়দ তাজুল বলেছেন:
শেষের লাইনটা মজা দিল।

ভাল লাগলো কবিতা।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


লাল শাড়ী পরে বসে আছে আনার অপেক্ষায়, নাকি যাবার অপেক্ষায়, দুত কি বলে?

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: দূতের দুতিয়ালিতে খাটে পড়ে কাদি
লালশাড়ি সংকেত দেয় বিয়ে শাদি।

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: হায় হায়! এখন কী হবে? :)

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভয়ানক অবস্থা বস।
শুভেচ্ছা নিন।

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




বউ ধরেছে ভনিতা পরেছে লাল শাড়ী,
ভালোবেসে আদর করলে ভাঙ্গবে তখন আড়ি।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালবাসা আদর বাদর সব করাই শেষ
কোনোকিছু মানে না সে
হবো নিরুদ্দেশ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

নিচু তলাৱ উকিল বলেছেন: ভাল্লাগছে বাহে,,,দারুণ ছিল-


ঘ্যানরঘ্যানর ঘ্যাঙরঘ্যাঙ যাবে বাপের বাড়ী
আনতে হবে নতুন করে নীল কালারের শাড়ী
বউ করেছে রাগ
চটজলদি ভাগ
আসছে ধেয়ে ভয়াল সিডর দুই মহাকাশ ফাঁড়ি।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার কবিতা।
পড়ে মন একটু ভাল হয়েছিল।
কিন্তু আবার যে কেন কান্না আসছে কইতারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.